বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে প্রতিনিয়ত যারা অফিসে যাতায়াত করেন বেশিরভাবগ ক্ষেত্রেই তাঁরা বাস-ট্রেনের বাদুড়ঝোলা ভিড় এড়াতে কিংবা দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রাস্তাঘাটের যানজট এড়াতে অন্যতম সেরা অপশন হিসাবে বেছে নেনে ওলা-উবার কিংবা র্যাপিডোর (Rapido) মতো অনলাইন পরিবহন।
প্রসঙ্গত ইদানিং সারা দেশে ওলা-উবারের মতোই জনপ্রিয় একটি অনলাইন পরিবহন অ্যাপ হয়ে উঠেছে র্যাপিডো। এবার এই ভোটের মুখেই র্যাপিডোর যাত্রীদের জন্য এসে গেল এক দারুন সুখবর। যা থেকে থেকে জানা যাচ্ছে আগাম পয়লা জুন থেকেই পুরোপুরি বিনামূল্যে চড়া যাবে র্যাপিডো।
এই প্রচন্ড গরমের মধ্যে যা নিঃসন্দেহে নিত্য যাত্রীদের জন্য এক বিরাট উপহার। আর সম্প্রতি এমনই এক মন ভালো করা খবর দিয়েছেন পাটনার জেলাশাসক শিরাত কপিল অশোক। তবে এখানে বলে রাখি এই বিনামূল্যের র্যাপিডো পরিষেবা সমস্ত যাত্রীদের জন্য দেওয়া হলেও তা কিন্তু মূলত ভোটারদের জন্যই।
আসলে ১ জুন ভোটের দিন ভোটারদের যাতায়াতের জন্যই এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বিনামূল্যে। ওই দিন পাটনা সাহেব এবং পাটলিপুত্র উভয় লোকসভা কেন্দ্র থেকে ৪২৯০টি ভোট কেন্দ্রে ভোটাররা যাতে বাড়ি থেকে বিনামূল্যে র্যাপিডো বুক করে যেতে পারেন তার জন্যই এই বিশেষ পরিষেবা চালু করছে পাটনা জেলা প্রশাসন।
আরও পড়ুন: পাহাড়প্রেমীদের জন্য দুর্দান্ত খবর! খুলছে নয়া রুট, এবার বাসে করে স্যাট করে পৌঁছে যাবেন দার্জিলিং
পাটনা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে পয়লা জুন পাটনা জেলার দুটি লোকসভা কেন্দ্রে ভোট দিতে যাওয়ার জন্য বিনামূল্যে র্যাপিডোতে চড়ে ভোট দিতে যেতে পারবেন ভোটাররা। প্রসঙ্গত পাটনা সাহেব এবং পাটলিপুত্র লোকসভা আসন থেকে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যার মধ্যে পাটনা সাহেব থেকে ৩২ টি এবং পাটলিপুত্র থেকে ২৪ টি মনোনয়ন জমা দেওয়া হয়েছে। মনোনয়ন প্রত্যাহার হবে ১৭ই মে। এই মুহূর্তে সমস্ত প্রার্থীরাই নির্বাচনী প্রচারে ব্যস্ত। পয়লা জুন পাটনা জেলার যে দুটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হতে চলেছে সেখানে ভোট দিতে যাওয়ার জন্য যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় তার জন্য বিনামূল্যে র্যাপিডোর মত পরিষেবা দেওয়ার কথা জানানো হয়েছে।
শুধু তাই নয় এই জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে আরও এক বিশেষ সুযোগ। বিনামূল্যের অ্যাপ পরিষেবা দেওয়ার পাশাপাশি আগামী ১ এবং ২ জুন আঙুলে ভোটের চিহ্ন দেখিয়েই নাকি সিনেমা হলে সিনেমা দেখতে গেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ো পাওয়া যাবে।