বাংলাহান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের লোকসভা উপনির্বাচনের পর নিরহুয়া (Nirahua) নামটির সঙ্গে অনেকেই পরিচিত হয়ে গিয়েছেন। রামপুর ও আজমগড় দুটি আসনেই সমাজবাদী পার্টিকে হটিয়ে রাজত্ব কায়েম করেছে বিজেপি। আজমগড়েই গেরুয়া দলের হয়ে প্রার্থী হয়েছিলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা তথা গায়ক নিরহুয়া।
সমাজবাদীর প্রার্থী ধর্মেন্দ্র যাদবকে হারিয়ে ভোটে জেতেন তিনি। এর আগে ২০১৯ সালেও আজমগড়ে সপার অখিলেশ যাদবের বিপরীতে দাঁড়িয়ে হারের সম্মুখীন হয়েছিলেন নিরহুয়া। কিন্তু এবারে আর খালি হাতে ফিরতে হয়নি তাঁকে। বিনোদন ইন্ডাস্ট্রির পাশাপাশি রাজনীতিতেও জয়জয়কার নিরহুয়ার।
কিন্তু যাকে নিয়ে এত মাতামাতি সেই নিরহুয়া আসলে কে? ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা তথা গায়ক নিরহুয়ার আসল নাম দীনেশ লাল যাদব। গাজীপুরের এক প্রত্যন্ত গ্রামে জন্ম তাঁর। ছোট থেকেই অভাব দেখে বড় হয়েছেন তিনি। সাতজনের পরিবার টানার মতো রোজগার ছিল না অভিনেতার বাবার।
নিরহুয়ার কিন্তু কলকাতার সঙ্গে এক যোগসূত্র রয়েছে। তাঁর পড়াশোনা এই শহরেই। কষ্ট করে পড়াশোনা সম্পূর্ণ করেছিলেন তিনি। সে সময়ে হেঁটে হেঁটেই অনেক দূরের রাস্তা পাড়ি দিতেন নিরহুয়া। একটা সাইকেল পর্যন্ত ছিল না তাঁর কাছে। খুব কষ্ট করেছিলেন সে সময়ে।
নিরহুয়ার ভাগ্য বদলায় ২০০৩ সালে। তাঁর একটি গানের অ্যালবাম দারুন হিট হয়েছিল। ২০০৬ এ ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। অভিনয়ে এসেই নাম বদলায় তাঁর। ‘নিরহুয়া রিক্সাওয়ালা’ ছবির পরেই এই নামে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
দ্রুত উন্নতির শিখরে উঠেছেন নিরহুয়া। দিন আনা দিন খাওয়া পরিবারে জন্ম নেওয়া ছেলেটির এখন অতুল ঐশ্বর্য। ৫০ টি ছবি থেকে পাওয়া অর্থে নিজের সাম্রাজ্য সাজিয়েছেন নিরহুয়া। পাঁচ কোটি টাকার একটি ফ্ল্যাট রয়েছে তাঁর মুম্বইতে। গোরখপুরে রয়েছে ৬৫ লাখ টাকার একটি কমার্শিয়াল বিল্ডিং। পাশাপাশি একটি চাষের জমিরও মালিক নিরহুয়া যার দাম ১৫ লাখ টাকা। ১০ লাখ থেকে ৪২ লাখ থেকে টাকা দামেরও বিলাসবহুল গাড়ির কালেকশন রয়েছে তাঁর কাছে।
উপনির্বাচনের সময়ে নিজের সম্পত্তির হলফনামা জমা করেছিলেন নিরহুয়া। সেই হলফনামা অনুযায়ী, বেশ কিছু সংস্থায় কয়েক হাজারের শেয়ার রয়েছে তাঁর। পাশাপাশি ১৭ লাখ টাকার ধারও রয়েছে নিরহুয়ার। সব মিলিয়ে সাত কোটি ৬৭ লাখ টাকার সম্পত্তির মালিক অভিনেতা রাজনীতিবিদ।