পেঁয়াজের ঝাঁঝে চোখে জল! জানুন কোন রাজ্যে দর কেমন

বাংলা হান্ট ডেস্ক :পশ্চিমবঙ্গে রেশন দোকান থেকে ভর্তুকি দিয়ে পেঁয়াজ বিক্রি করা হবে বলে ঘোষনা করেছে রাজ্য সরকার। সোমবার থেকেই নায়ম কার্যকর হয়েছে। জানা গিয়েছে প্রতি কেজি পেঁয়াজ ভর্তুকি দিয়ে ৫৯ টাকা হিসেবে দেওয়া হবে। কিন্তু রাজ্যে যদিও নাগালের মধ্যে আসা যাওয়া করছে। দেশের অন্যান্য  জায়গায় তো আবার তার কোনো কথাই নেই। দেশের মেট্রোশহরতলিতে তো পেঁয়াজের দাম একেবারে যেন আকাশ ছোঁয়া। রোজই বাড়ছে দাম। কমার নামগন্ধ নেই। যদিও বা সোমবার আফগানিস্থান থেকে দিল্লীর বাজারে পেঁয়াজ এসেছিল কিন্তু তাতেও যে খুব একটা সুরাহা হয়েছে এমনটা নয়।

তবে কেন্দ্রের তরফে পেঁয়াজ মজুত রাখার ওপরে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। আবার মহারাষ্ট্রের নাসিকেও পেঁয়াজের আমদানি হওয়ার কথা রয়েছে। তাই এবার হয়তো লাগাম টানবে দামে। এমনটা মনে হচ্ছে।কিন্তু তাতেও যে আজ অবধি দাম একটুও কমেনি। কোন শহরের বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি দরে মঙ্গলবার কত ছিল দেখুন-BL26 ONION1 2

. এদিন বানিজ্যনগরীতে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ১৫০ টাকা।
. দিল্লী থেকে নয়ডা, গাজিয়াবাদে ১০০-র মধ্যে দাম ঘোরাফেরা করেছে।
. সিমলায় বিভিন্ন জয়গায় ৮০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে ছিল প্রতি কেজির দাম।
. পাঞ্জাবের একাধিক শহরে পেঁয়াজের দাম ১০০র মধ্যেই ছিল। কিছু কম কোথাও আবার একটু বেশি কিন্তু একশোতেই সীমাবদ্ধ ছিল।
.রাজস্থানের জয়পুরে পেঁয়াজের দাম প্রতি কেজি হিসেবে ৯০ টাকার মধ্যেই ছিল।

. লখনউতে ১১০ টাকার মধ্যেই সীমাবদ্ধ।
. মধ্যপ্রদেশ, গুয়াহাটিতে ১০০-১২০ টাকার মধ্যেই ছিল প্রতি কেজির দাম।
. বেঙ্গালুরুতে দামটা অন্যান্য জায়গার থেকে একটু বেশি ছিল ১৩৫ টাকা প্রতি কেজি।
. গুজরাতে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে পাওয়া গিয়েছে যদিও বিভিন্ন বাজার ভিত্তিতে।

সম্পর্কিত খবর