ইনিই নাকি শাহরুখের হবু বউমা! কে এই সাদিয়া খান? রইল পাক নায়িকার পরিচয়

বাংলাহান্ট ডেস্ক: হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে খবরের শিরোনাম, সর্বত্র চর্চায় একটাই নাম, সাদিয়া খান (Sadia Khan)। নতুন বছরের শুরুতেই পাকিস্তানের এই অভিনেত্রী লাইমলাইট কেড়ে নিয়েছেন তিনি। সৌজন্যে, শাহরুখ খান (Shahrukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। দুবাইতে তাঁর নিউ ইয়ার পার্টিতে অন্যতম অতিথি ছিলেন সাদিয়া। একসঙ্গে ছবিও তুলেছেন দুজনে। আর সেই ছবি ভাইরাল হতেই যত কাণ্ড।

আরব্য নগরীতে এবার বর্ষবরণ করেছেন আরিয়ান। তারকাখচিত পার্টির আয়োজন করে স্বাগত জানিয়েছেন ২০২৩ কে। পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা সন্তান। তবে বিশেষ ভাবে নজর কেড়ে নিয়েছিলেন নোরা ফতেহি এবং সাদিয়া খান। প্রথমে নোরার সঙ্গেই আরিয়ানের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তাঁদের একসঙ্গে দেখা যায়নি।

aryan khan sadia khan

কিন্তু সাদিয়া খান নিজেই আরিয়ানের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এখন সবার মনে একটাই প্রশ্ন, কে এই সাদিয়া খান? পাকিস্তানি বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী তিনি। খুদা অউর মহব্বত, শায়েদ, ইয়ারিয়ার মতো টিভি সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। সেখানেও তাঁর জনপ্রিয়তা কম নয়।

https://www.instagram.com/p/CfE2Htds_VJ/?igshid=YmMyMTA2M2Y=

এই পাক অভিনেত্রীর সঙ্গে আরিয়ানের পরিচয় কীভাবে হয় তা অবশ্য এখনো স্পষ্ট নয়। দুজনের সম্পর্কের গভীরতা কতটা তাও জানা যায়নি। তবে ভাইরাল ছবি ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। এমনকি অনেকে এও বলতে শুরু করেছেন, আরিয়ান নাকি পাকিস্তানের জামাই হতে চলেছেন।

https://www.instagram.com/p/Cea-XV9BqJJ/?igshid=YmMyMTA2M2Y=

কিছুদিন আগে নিজের থেকে বয়সে বড় নোরা ফতেহির সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন আরিয়ান। গুঞ্জন নিয়ে কার্যত দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল নেটিজেনরা। একদলের প্রশ্ন, নিজের থেকে ঢের বড় একজন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেন কীভাবে আরিয়ান?

https://www.instagram.com/p/Cb-rR-MBTzN/?igshid=YmMyMTA2M2Y=

অনেকে দাবি করেছিলেন, আরিয়ান এবং শাহরুখের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন গুঞ্জন ছড়ানো হচ্ছে বলে দাবি তাদের। এখন আবার পাক অভিনেত্রীর সঙ্গে ছবি তোলা নিয়ে কাঠগড়ায় তোলা হচ্ছে আরিয়ানকে। যদিও স্টারকিডের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর