চাইলেই পাবেন ৫০ হাজার টাকা! সুবর্ণ সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার, কীভাবে করবেন আবেদন?

বাংলা হান্ট ডেস্ক: অনেক জরুরি কোনো প্রয়োজনে কিংবা বাড়িতে কেউ অসুস্থ হলে তার চিকিৎসার প্রয়োজনে কমবেশি সকলেরই জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন হয়।তাই দেশবাসীর সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে PM মুদ্রা ঋণ প্রকল্প (PM Mudra Loan Scheme) চালু করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। যদি কারও জরুরি পরিস্থিতিতে ১০ লক্ষ  লাখ পর্যন্ত টাকার প্রয়োজন হয়,এই প্রকল্পে লোনের মাধ্যমে তা দিয়ে থাকে সরকার।

প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্পের অধীনে মোট তিন ধরনের ঋণ দেওয়া হয়। তবে প্রতিটি ক্ষেত্রে ঋণের টাকার পরিমাণ আলাদা হয়ে থাকে।

   

১) শিশু ঋণ: কেউ যদি শিশু ঋণ লোন বেছে নেন, তাহলে সেক্ষেত্রে তিনি ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারবেন। যদি কেউ অল্প ঋণ নিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে তাঁদের জন্য এটি আদর্শ।

২) কিশোর ঋণ: কিশোর ঋণের জন্য আবেদন করলে ৫০ হাজার থেকে সর্বোচ্ছ ৫ লক্ষ টাকা ঋণ নেওয়া যেতে পারে। এই কিশোর ঋণ সেই সমস্ত ব্যক্তিরাই নিতে পারেন যারা মাঝারি আকারের ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবছেন।

৩) তরুণ ঋণ: তবে যারা বড়সড় কোন ব্যবসা করার পরিকল্পনা করছেন,তারা এই সরকারি প্রকল্পের তরুণ ঋণ নিয়ে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। এই ঋণ শুধুমাত্র সেইসমস্ত বড় ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসা বাড়ানোর জন্য পর্যাপ্ত আর্থিক সাহায্য চান।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:

১) পাসপোর্ট সাইজের ছবি সমেত সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র।

২) পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড , ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এবং ইউটিলিটি বিল-র মতো গুরুত্বপূর্ণ কেওয়াইসি নথি।

৩) কাস্ট সার্টিফিকেট থাকলে তার প্রমাণ।

৪) বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।

৫) ব্যবসার ঠিকানা।

৬) ব্যাঙ্ক বা NBFC দ্বারা প্রয়োজনীয় অন্য নথি

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাংলার জয়জয়কার! যুগ্মভাবে প্রথম রাজ্যের ৩ পড়ুয়া

তবে এখানে বলে রাখি প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্পের কিশোর এবং তরুণ ঋণ প্রকল্প একই হলেও শিশু লোন স্কিমের আবেদনপত্র কিন্তু আলাদা।

Narendra Modi

অনলাইনে আবেদন করার পদ্ধতি

১) প্রথমে PM মুদ্রা লোনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর এই ওয়েবসাইটের হোম পেজ থেকে শিশু, তরুণ কিংবা  কিশোরের যে কোনো একটি লোনের অপশন বেছে নিতে হবে।

৩) এবার যে কোনও একটি অপশনে ক্লিক করার সাথে সাথেই, খুলে যাবে সেই সংক্রান্ত আবেদনপত্রের লিঙ্ক।

৪) সেখান থেকেই পিএম মুদ্রা লোন স্কিমের আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্টআউট নিয়ে নিতে হবে।

৫) এরপর সমস্ত প্রয়োজনীয় সমস্ত নথি জুড়ে দিতে হবে।

৬) এবার সমস্ত তথ্য সমেত আবেদনপত্রটি নিকটস্থ ব্যাঙ্কে জমা দিতে হবে।

৭) এর পরে, ব্যাঙ্ক কর্মীরা আবেদন অনুমোদন করলেই যে কেউ এই  PM মুদ্রা ঋণ প্রকল্পের সুবিধা পাবেন।

 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর