বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের আগস্ট থেকে এখন জানুয়ারি। অবশেষে আজ রায় ঘোষণা আর জি কর কাণ্ডের (RG Kar Case)। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। তবে সঞ্জয়ই (Sanjay Ray) কি মূল দোষী? একা এই ঘটনা ঘটানো সম্ভব নয়, বলছে তিলোত্তমার পরিবার। জানা যাচ্ছে, আজ দুপুর আড়াইটের মধ্যেই শিয়ালদা আদালতে তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং খুনের মামলার রায়দান করা হবে। রায় দেবেন বিচারক অনির্বাণ দাস (Judge Anirban Das)।
আর জি কর মামলায় গত গত ৪ নভেম্বর চার্জ গঠনের পর ১১ নভেম্বর থেকে শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক দাসের এজলাসেই এই মামলার শুনানি চলছে। দু’মাসেরও বেশি সময় ধরে চলেছে বিচারপ্রক্রিয়া। সিবিআই, মূল অভিযুক্ত, নির্যাতিতার আইনজীবী সহ সব পক্ষের বক্তব্য শুনেছেন তিনি। সমস্ত তথ্য, প্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে আজ রায় দেবেন বিচারক।
যার হাতে তিলোত্তমা কাণ্ডের রায়দান সেই বিচারক সম্পর্কে যাবতীয় তথ্য (Judge Anirban Das)
১৯৯৫ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেছিলেন বিচারক অনির্বাণ দাস। কর্মজীবনের প্রথম দিকে মুর্শিদাবাদে ছিলেন। কৃষ্ণনগরে সিভিল জজ (জুনিয়র ডিভিশন) হিসেবে কর্মরত ছিলেন তিনি। এরপর বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা জজের দায়িত্বেও ছিলেন তিনি। পুরুলিয়ায় কেটেছে কর্মজীবনের কিছুটা সময়।
আরও পড়ুন: ‘প্রকৃত অপরাধী..,’ আর জি কর কাণ্ডে রায় ঘোষণার আগে বিকাশরঞ্জন যা বললেন, জোর শোরগোল
দু’বছর আগে শিয়ালদা আদালতে যোগদান করেন। সেখানেই অতিরিক্ত জেলা দায়রা বিচারক হিসেবে কর্মরত রয়েছেন বিচারক দাস।তথ্য বলছে পূর্বে মাদক সংক্রান্ত এক মামলায় ফাঁসির সাজা ঘোষণা করেছিলেন তিনি। আজ সেই বিচারক দাসই আরজি কর মামলার রায় লিখবেন। ফাঁসির সাজা হবে মূল অভিযুক্ত সঞ্জয়ের নাকি যাবজ্জীবন? রাজ্য সহ গোটা দেশ সেই রায়ের দিকে তাকিয়ে।