স্পেশাল অলিম্পিকে দুটো ব্রোঞ্জ পদক জিতেছিলেন, পরে ফুচকাও বেচতেন, ফিরেছেন ট্র্যাকে, জানুন এক ভারতীয় উঠতি অ্যাথলিটের জীবন কাহিনী

বাংলা হান্ট ডেস্ক :  আমাদের দেশে এমন কয়েকজন অ্যাথলেট আছেন যাঁরা একসময় নিজেরা দাপটের সঙ্গে দেশের সম্মান বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন অথচ কেরিয়ারের মধ্য লগ্নে কোনও না কোনও কারণে তাঁদের অ্যাথলিট দুনিয়াকে বিদায় জানাতে হয়েছে৷ এ রকম নিদর্শন সংখ্যা কম নয়, তাই তো জীবন চালানোর জন্য কখনও ফুচকা বিক্রি করে আবার কখনও আনাজপাতি বিক্রি করতে হচ্ছে৷ আজকের দুনিয়ার লাইম লাইটে চাপা পড়ে গিয়েছে তাঁদের এক সময়ের অপরাধেও লড়াইয়ের কাহিনি৷sita sahu won medals 1573108937

তাঁদের মধ্যেই একজন হলেন সীতা সাহু৷ প্যারা অ্যাথলিটদের মধ্যে অন্যতম নাম হয়ে উঠেছিল এক সময়, যদিও ভাগ্যের পরিহাসে সাফল্যের শীর্ষে পৌঁছনোর আগেই জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়ে তাঁকে সরে আসতে হয় আর তার পর এক উদীয়মান প্রতিভা নিভে যায়৷2011 স্পেশাল অলিম্পিকে মাত্র পুরো বছর বয়সে 1600 মিটার দৌড়ে দুটি ব্রোঞ্জের পদক জিতে অ্যাথলিট দুনিয়ায় রেকর্ড শুরু করে৷ তখন থেকেই তার পথ চলা শুরু হয়৷                                                                                                                                 সেই সময় অধিকাংশ ক্রীড়াবিদ তাঁর কাছ থেকে অনেক কিছু আশা করেছিলেন৷ তার পর থেকে দু বছর অ্যাথলেট বেশ সুনাম কুড়িয়েছিলেন কিন্তু তার পর জীবন ধারণের জন্য এখন রাস্তায় বসে বিক্রি করতে হচ্ছে ফুচকা৷ এক সময় যিনি বহু নামজাদা খেলোয়াড়ের আশীর্বাদ পেয়েছিলেন তিনি আজ দুবেলা দুমুঠো অন্নের সন্ধানে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন ফুচকা বিক্রি৷                                                      তবে 23 বছর পর তিনি আবারও ট্র্যাকে ফিরেছেন, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের সঙ্গে সে আবারও নিজের সম্মান ফিরে পাবেন এমনটাই আশা করা যায়৷ যদিও সে সময় অনেক কম লোকের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি, প্রতিকূল পরিস্থিতির কারণে হারিয়ে যাওয়া প্রতিভার প্রজ্জ্বলন আবারও ঘটবে এমনটাই আশা করা যায়৷

সম্পর্কিত খবর