‘কলকাতায় থাকি না’, মন্তব্য করে বিতর্কে সৌরভ কন্যা! মাত্র ২২ বছরে কত বেতন পান সানা?

বাংলা হান্ট ডেস্ক : আরজিকরের (RG Kar Case) তরুণী চিকিৎসকের নির্মম  হত্যা-ধর্ষণ কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করে করা সমালোচনার মুখে পড়েছিলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তারপরেই স্ত্রী ডোনা গাঙ্গুলীর নাচের স্কুলের প্রতিবাদ মিছিলে হাঁটার অনুমতি না পেলেও প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল সৌরভকে।

সৌরভ কন্যা সানা (Sana Ganguly) মাত্র ২২ বছরে কত বেতন পান?

এদিন তাঁর পাশেই ছিলেন মেয়ে সানা গাঙ্গুলী (Sana Ganguly)। সদ্য লন্ডন থেকে কলকাতায় এসেছেন সৌরভ কন্যা। তারপরেই তার কাছে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন রাখা হয়েছিল কলকাতায় কথাটা সুরক্ষিত বোধ করেন তিনি? তারপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন সৌরভ কন্যা সানা (Sana Ganguly)। এদিন তিনি বলেন, ‘আমি তো কলকাতায় থাকি না। ‘

   

ব্যাস সংবাদমাধ্যমে প্রকাশ্যে এই মন্তব্য করেই চরম কটাক্ষের  শিকার হন সানা (Sana Ganguly)। প্রসঙ্গত বর্তমানে তিনি লন্ডন নিবাসী হলেও ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছিলেন কলকাতাতেই। কলকাতার লরেটো স্কুল থেকে। কলকাতায় পড়াশোনা শেষ করেই উচ্চশিক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন সৌরভ কন্যা।  সেখান থেকেই UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রী পাস করেছেন সানা।

আরও পড়ুন :  ‘এত বোকা কথা ওঁনার থেকেই আশা করা যায়’! RG Kar কাণ্ডে মমতাকে বিঁধলেন রুপা

এরপর লন্ডনের একটি নামি কনসাল্টিং ফার্ম পিডব্লুসি (PWC), ডেলোয়েটে (Deloitte) ইন্টার্নশিপ করেছেন তিনি। এরপর থেকে সেখানেই তিনি চাকরিরতা। এরইমধ্যে চলতি বছরের ডিসেম্বরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সংস্থা  ‘ইনোভারভ’-এ চাকরি পেয়েছেন সানা।  এই অল্প বয়সেই সানার বার্ষিক বেতন শুনলে অবাক হবেন যে কেউ। 

Sana 1

সূত্রের  খবর বর্তমানে যুক্তরাজ্যে এক কনসালটেন্টের বার্ষিক বেতন কমপক্ষে ৪৯ এর ৬৪৭ পাউন্ড বার্ষিক আয় কমপক্ষে ৫০ হাজার পাউন্ড যা ভারতীয় মুদ্রার প্রায় ৫৫ লক্ষ টাকা। হিসেব অনুযায়ী প্রত্যেক মাসে ৪ লক্ষ টাকা বেতন পান সানা এর আগে ডেলোয়েটের ইন্টার্নশিপ করতেন সেখানেও তার মাসিক আয় ছিল ভারতীয় মুদ্রার প্রায় ১ লক্ষ ৯৪ হাজার টাকা। 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর