বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ (shahrukh khan) পুত্র আরিয়ান খান মাদক কাণ্ডে জড়ানোর পর থেকে একের পর এক নতুন তথ্য উঠে আসছে। প্রায়দিনই কোনো না কোনো নতুন দিক খুলছে মামলায়। আরবাজ শেঠ মার্চেট, মুনমুন ধামেচার মতো কিছু অচেনা মুখও এই সূত্রে উঠে এসেছে লাইমলাইটে। আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন পূজা ডাডলানি (pooja dadlani)। মুখ অচেনা হলেও শাহরুখ খান বা আরিয়ান খানের থেকে কম কেউকেটা নন তিনি। পূজা হলেন খোদ কিং খানের ম্যানেজার।
এমনিতে আড়ালে থাকলেও যেদিন থেকে আরিয়ান NCB র হাতে আটক হয়েছে সেদিন থেকে ঘুম উড়েছে পূজার। ছেলের কেলেঙ্কারিতে শাহরুখ গৌরি প্রথমে প্রকাশ্যে না আসলেও পূজাই NCB দফতর থেকে জেলখানা দৌড়ে বেরিয়েছেন। এমনকি আরিয়ানের জামিন খারিজ হওয়ায় নাকি ভেঙেও পড়েছিলেন তিনি। যে ভাইরাল ছবিতে এক মহিলাকে মুখে হাত চাপা দিয়ে কাঁদতে দেখা গিয়েছে সেই মহিলা নাকি গৌরি নন, বরং শাহরুখের ম্যানেজার পূজা।
দীর্ঘ নয় বছর ধরে কিং খানের সঙ্গে রয়েছেন তিনি। খান পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হয়ে গিয়েছে তাঁর। শাহরুখের সমস্ত কাজকর্ম সামলান পূজাই। অভিনেতার সব গোপন তথ্যও রয়েছে তাঁর কাছে। বহুবার শাহরুখের পাশে দেখা গিয়েছে তাঁকে।
এমনকি আইপিএলে কিং খানের দল কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজারও নাকি এই পূজাই। শাহরুখের ম্যানেজার বলে কথা, হেভিওয়েট তো তিনি হবেনই। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে পূজার সম্পত্তির পরিমাণ ছিল আনুমানিক ৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা। মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ লক্ষ টাকা।
আরিয়ান মাদক কাণ্ডে জড়ানোর পর NCB দফতরে ডাক পড়েছিল পূজার। তারকা পুত্রের শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত কিছু তথ্য তদন্তকারীদের দিয়ে আসেন তিনি। সম্প্রতি অভিযোগ ওঠে মামলার এক সাক্ষীকে প্রভাবিত করেছেন পূজা। NCB আরো অভিযোগ করে, জামিন পেলে নিজের প্রভাবশালী তকমা দিয়ে প্রমাণ নষ্ট করতে পারে।