বাংলা হান্ট ডেস্কঃ এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় রাজ্য জুড়ে চলছে ব্যাপক তোলপাড়। এই পরিস্থিতিতেই উচ্চ প্রাথমিকের (Uper Primary) নিয়োগ নিয়ে নতুন করে আশায় দিন গুণতে শুরু করেছেন আবেদনকারী প্রার্থীরা। দীর্ঘদিনের অপেক্ষার পর হাতে নাতে সুফল পেতে চলেছেন তাঁরা। প্রসঙ্গত এর আগে দু-দুবার স্কুল সার্ভিস কমিশন (SSC) মেধা তালিকা প্রকাশ করলেও দুর্নীতির অভিযোগে তা বাতিল হয়ে গিয়েছিল।
অপার-প্রাইমারির ওয়েটিং লিস্টের কাউন্সেলিং-এর নোটিশ দিল SSC
শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেওয়ার পর চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। আর তার চার সপ্তাহের মধ্যেই নিয়োগ করিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া করতে বলা হয়েছিল। সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশের ক্ষেত্রে দিয়েছিল গ্রীন সিগন্যাল। আদালতের নির্দেশ মেনেই এই নিয়ে তৃতীয়বার তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। এবার ওয়েটিং লিস্টের প্রার্থীদের জন্যই দেওয়া হল কাউন্সিলিং-এর নোটিশ।
উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সিলিং শুরু হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। সেকথা আগেই জানানো হয়েছিল। এবার সেই কথা মতোই ১৭ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যেই চাকরি প্রার্থীদের ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সূত্রের খবর প্রায় ৫ হাজার ২১৭ জন চাকরিপ্রার্থী ওয়েটিং লিস্টে রয়েছেন। জানা আছে স্কুল সার্ভিস কমিশনের তরফে কাউন্সিলিংয়ের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রায় ২৬০০-র কাছাকাছি চাকরিপ্রার্থীর নাম রয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। মাঝে দু’দিন শনি ও রবিবার পড়ে যাওয়ায় কাউন্সেলিং বন্ধ থাকবে। তারপর আবার ২৩ ডিসেম্বর থেকে কাউন্সেলিং হবে। এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘আশা রাখি, গতবারের মতো এবারও নির্বিঘ্নেই কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। চাকরিপ্রার্থীদের সমস্ত সুযোগ-সুবিধা দেওয়ার কথাও মাথায় রাখা হবে।’
আরও পড়ুন: দূর হবে বৈষম্য! বাংলার সরকারি কর্মী-অফিসারদের জন্য বড় খবর! বৃহস্পতিতেই …
জানা যাচ্ছে এসএসসির (SSC) অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়ে আপার প্রাইমারি নিয়োগের জন্য দ্বিতীয় দফায় ভেকেন্সি লিস্ট আপলোড করা হবে আগামী ১৩ ই ডিসেম্বর। আগামী ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সাবজেক্ট অনুযায়ী কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। আগেই প্যানেল ভুক্ত ৮ হাজার ৭৪৯ জন চাকরি প্রার্থীর কাউন্সিলিং সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যান কারীর সংখ্যা ছিল ২,হাজার ০৬৯ জন।
দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে ২,হাজার ০৬৯ শূন্য আসনের জন্য ডাকা হল ২ হাজার ৫৯৫ চাকরিপ্রার্থীকে। প্রশ্ন উঠছে, তা হলে অপেক্ষারত বাকি প্রার্থীদের কবে ডাকা হবে?এসএসসি-র (SSC) নিয়ম অনুযায়ী যে সমস্ত চাকরিপ্রার্থী ইতিমধ্যেই চাকরি পেয়েছেন কিন্তু সুপারিশ পত্র পাওয়ার পরেও তারা চাকরিতে যোগ দেননি তাদের সম্পূর্ণ তালিকা না আসা পর্যন্ত ওয়েটিং লিস্টের আপডেটেড ভ্যাকান্সি তৈরি করা যাবে না। তাই নিয়ম অনুযায়ী সুপারিশ-পত্র পাওয়ার ৪২ দিনের মধ্যেই চাকরিতে যোগ দিতে হবে। তা না হলে ওই পদটি শুন্য বলেই ধরে নিতে হবে। আর এবার বছর শেষে হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করেই ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দফার কাউন্সিলিং শুরু করতে চলেছে এসএসসি।