বাংলা হান্ট ডেস্ক : সোমবার সুপ্রিম কোর্টের 47 তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন শরদ অরবিন্দ বোবদে। আগামী দেড় বছর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ সামলাবেন। সোমবার সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে শপথ গ্রহণ করেছেন। 17 নভেম্বর তারিখে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসরের পর 18 অক্টোবর দেশের পরবর্তী অর্থাত্ দ্বিতীয় বরিষ্ঠ প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন শরদ।যদিও কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে অর্থাত্ অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদের জন্য অযোধ্যা মামলায় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের মধ্যে শরদ অরবিন্দ বোবদের নাম প্রস্তাব করেছিলেন রঞ্জন গগৈও। তাঁর সম্পর্কে কয়েকটি তথ্য-
1. আইনজীবী পরিবারের অন্যতম সন্তান শরদ অরবিন্দ বোবদের জন্ম নাগপুরে। বাবা মহারাষ্ট্রে অ্যাডভোকেট জেনে হিসেবে দায়িত্ব সামলেছিলেন এবং ঠাকুর দাও ছিলেন আইনজীবী। প্রয়াত দাদাও ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী।
Delhi: Justice Sharad Arvind Bobde sworn-in as the 47th Chief Justice of India. pic.twitter.com/f47aS4wipv
— ANI (@ANI) November 18, 2019
2. পড়াশোনা শেষ করেছিলেন নাগপুর থেকেই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবটাই নাম পরে থেকেই করেছেন তিনিই।
3. প্রথম নাগপুর হাইকোর্টে এ নিয়োজিত ছিলেন।
4. পরে তিনি বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োজিত হয়েছিলেন।
5. এর পর মধ্যপ্রদেশ হাইকোর্টে তিনি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
6. 2013 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন।
7. অযোধ্যা মামলা সহ একাধিক গোপন মামলায় সাংবিধানিক বেঞ্চের সদস্য হয়েছিলেন তিনিই। 8. সোমবার বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন তাঁর কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হবে 2021 সালের 23 অক্টোবর।