মির্জাপুর সিজন ৩-তে কার ঝুলিতে কত পারিশ্রমিক উঠল? চমকে দেবে টাকার অঙ্ক

বাংলা হান্ট ডেস্ক: দর্শকমহলে সিনেমার পাশাপাশিই বেড়ে চলেছে ওয়েব সিরিজের জনপ্রিয়তা। এই মুহূর্তে আমাদের দেশের সিনেমা প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েব সিরিজ হল ‘মির্জাপুর’ (Mirzapur)। বহুদিন ধরেই দর্শকরা এই ওয়েব সিরিজের সিজন ৩ দেখার অপেক্ষায় রয়েছেন। আর মাত্র একদিনের মাথায় অর্থাৎ ৫ জুলাই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ।

চিত্রনাট্যের প্রয়োজনে এবার এই সিরিজে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে। জানা যাচ্ছে মির্জাপুরের (Mirzapur) এই আসন্ন সিজনে  দিব্যেন্দু শর্মার চরিত্র অর্থাৎ মুন্না ভাইয়াকে আর দেখা যাবে না। আসন্ন এই সিজনে মির্জাপুর এবং পঞ্চায়েতের মধ্যে একটি ক্রসওভার দেখবেন দর্শক। আসুন দেখে নেওয়া যাক বহু প্রতীক্ষিত   মির্জাপুর ওয়েব সিরিজে অভিনয়ের জন্য তারকাদের পারিশ্রমিকের তালিকা।

   

প্রসঙ্গত মির্জাপুর ৩-এর অভিনেতাদের সঠিক পারিশ্রমিকের তথ্য এখনও জানা যায়নি ঠিকই। তবে সিজন ২-এর তারকাদের পারিশ্রমিকের তালিকা দেখে এবিষয়ে কিছুটা হলেও আন্দাজ করা যেতে পারে। তবে বলাবাহুল্য গত সিজনের তুলনায় চলতি সিজনে তারাকারা বেশি পারিশ্রমিকই পাবেন।

আরও পড়ুন: ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার বাজেটের এক-চতুর্থাংশ একাই পেলেন প্রভাস! কত আয় হল অমিতাভ, দীপিকার?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর মির্জাপুরের বীনা ত্রিপাঠী চরিত্রে অভিনয় জন্য প্রতি এপিসোডের জন্য প্রায় ২ লক্ষ টাকা পেয়েছেন রসিকা দুগ্গাল। অন্যদিকে মির্জাপুরের প্রতিটি পর্বের জন্য প্রায় ১২ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন আলী ফজল। তবে মির্জাপুরের আসন্ন সিজনে সবচেয়ে বড় চমক হলেন সকলের প্রিয় জিতু ভাইয়া অর্থাৎ জিতেন্দ্র কুমার।

পঞ্চায়েত ২-তে প্রতি পর্বের জন্য ৪ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। সূত্রের খবর জিতেন্দ্র  মির্জাপুর ৩-তে  একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। তবে এই সিরিজে অভিনয়ের জন্য তিনি কত পারিশ্রমিক নেবেন তা এখনও জানা যায়নি। তবে এই ওয়েব সিরিজের সবচেয়ে সিনিয়র অভিনেতা হলেন পঙ্কজ ত্রিপাঠি।

mirzapur 1

মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর তিনি মির্জাপুর ২-তে অভিনয়ের জন্য প্রায় ১০-কোটি টাকা নিয়েছিলেন। তবে এবার তিনি আরও বেশি পারিশ্রমিক পাবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মির্জাপুরের আরও একটি জনপ্রিয় চরিত্র হলেন গোলু। এই চরিত্রে অভিনয় করে  প্রতি এপিসোড পিছু প্রায় ২.২০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর