মাত্র ৭৫ টাকায় ২৮ দিন সাথে ৩জিবি ডেটা , অভিনব এই jio প্ল্যানটি জেনে নিন

বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে। কিন্তু কম দামে একের পর এক দারুণ প্ল্যান এনে জিও নিজের অবস্থান ধরে রেখেছে।

এই প্ল্যানগুলির মধ্যে একটি মাত্র ৭৫ টাকার। যার বৈধতা ২৮ দিন। পাওয়া যাবে ৩ জিবি ৪জি ডেটা সাথে ৫০ এসএমএস। রয়েছে আনলিমিটেড জিও টু জিও, এবং অন্যান্য নেটওয়ার্ক-এ কল করার জন্য ৫০০ মিনিট। এছাড়াও এই প্ল্যানটির সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন জিও অ্যাপগুলোর সাবস্ক্রিপশন বিনামূল্যে, যার মধ্যে রয়েছে Jio Cinema, JioSaavn-এর মতো অ্যাপ। তবে প্ল্যানটি শুধু জিও ফোনের জন্য বৈধ jio feature 1

এখন লকডাউন পরিস্থিতিতে সম্প্রতি জিও এর তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে এ টি এম -এই করা যাবে প্রিপেইড প্ল্যানের রিচার্জ। এই ক্ষেত্রে আপনার লাগবে না কোনো ওটিপি (otp), আসুন জেনে নি রিচার্জের করতে হবে কিভাবে
১. ডেবিট কার্ডটি এটিএম ( atm) এ ঢোকাতে হবে
২. রিচার্জ অপশন সিলেক্ট করুন
৩. আপনার জিও নম্বরটি লিখুন
৪. এবার এন্টার অপশনে ক্লিক করুন
৫. এটিএম মেশিন এবং ফোনে দেখে নিন আপনার জিও এর ফোন নম্বর রিচার্জ হয়েছে কিনা

পাশাপাশি, লকডাউনে বাড়ি বসে কাজের সুবিধার জন্য রিলায়েন্স জিও এনেছে দুর্দান্ত ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান। এই প্ল্যানে 251 টাকায় প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে , যা 51 দিনের জন্য বৈধ। কেবলমাত্র ইন্টারনেট সুবিধাই পাওয়া যাবে এই প্ল্যানে। কোনও কলিং বা এসএমএস সুবিধা পাওয়া যাবে না।

 


সম্পর্কিত খবর