রয়েছে ১৫,০০০ জন! এটাই হল বিশ্বের সবথেকে ধনী রাজপরিবার, মোট সম্পদের পরিমাণ জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: প্রাচীনকাল থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক রাজপরিবারের (Royal Family) উত্থান ঘটেছে। এমনকি, কিছু কিছু দেশে তাদের শাসন এখনও অব্যাহত রয়েছে। এদিকে, রাজপরিবার মানেই পরিবারের সদস্যদের জীবনযাপনও যে অত্যন্ত বিলাসবহুল এবং রাজকীয় হবে সেই বিষয়ে আর বলার অপেক্ষা থাকে না। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা বিশ্বের সবথেকে ধনী রাজপরিবারগুলির প্রসঙ্গ তুলে ধরবো। তাদের মোট সম্পদের পরিমাণ জানলে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যাবে সকলের।

১. সৌদি আরবের রাজপরিবার: প্রথমেই আমরা জানাবো সৌদি আরবের রাজপরিবার সম্পর্কে। এটি বিশ্বের সবচেয়ে ধনী রাজপরিবার। এই পরিবার ১৭৪৪ সাল থেকে সৌদি শাসন করে আসছে। পরিবারের মোট সম্পদের পরিমাণ হল ১.৪ লক্ষ কোটি ডলার (ট্রিলিয়ন)। মনে করা হয় যে, এই পরিবারে মোট ১৫,০০০ লোক রয়েছে। বর্তমানে এই পরিবারের প্রধান এবং সৌদি আরবের শাসক হলেন কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

   

২. কুয়েতের রাজপরিবার: উল্লেখ্য যে, কুয়েত আল-সাবাহ রাজপরিবার দ্বারা শাসিত হয়। এর প্রধান হলেন শেখ সাবাহ IV আহমেদ আল-জাবির আল-সাবাহ। তিনি কুয়েতের বর্তমান শাসক। এই পরিবারের মোট সম্পদ ৩৬০ বিলিয়ন ডলার।

whatsapp image 2023 05 16 at 4.21.05 pm

৩. কাতারের রাজপরিবার: কাতার থানি রাজপরিবার দ্বারা শাসিত হয়। এর প্রধান হলেন শেখ তামিম বিন হামাদ আল থানি। এই পরিবারটি ১৮৫০ সাল থেকে কাতার শাসন করে আসছে। উল্লেখ্য যে, নিউইয়র্কের বিখ্যাত ভবন এম্পায়ার স্টেট বিল্ডিং-এ এই পরিবারের একটি অংশীদারিত্ব রয়েছে। এছাড়াও বার্কলেস, ব্রিটিশ এয়ারওয়েজ এবং ভক্সওয়াগেনেও কাতার রাজপরিবারের অংশ রয়েছে। এই পরিবারের মোট সম্পদ হল প্রায় ৩৩৫ বিলিয়ন ডলার।

৪. আবুধাবির রাজপরিবার: এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আবুধাবির রাজপরিবার। এই পরিবারের প্রধান হলেন খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। তিনি ২০০৪ সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টও রয়েছেন। এই পরিবারের মোট সম্পদের পরিমাণ হল প্রায় ১৫০ বিলিয়ন ডলার।

download (83)

৫. ব্রিটিশ রাজপরিবার: এক সময় অর্ধেক বিশ্ব শাসন করা ব্রিটিশ রাজপরিবার এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লস এখন ইংল্যান্ডের রাজা। এই পরিবারের সম্পদের পরিমাণ হল ৮৮ বিলিয়ন ডলার।

৬. থাইল্যান্ডের রাজপরিবার: থাইল্যান্ডের রাজার নাম মহা ভাজিরালংকর্ন। থাইল্যান্ড ১৭৮২ সাল থেকে চক্রি রাজবংশ দ্বারা শাসিত হচ্ছে। ভাজিরালংকর্ন তাঁর পিতা রাজা ভূমিবলের মৃত্যুর পর সিংহাসনে বসেন। এই রাজপরিবারের সম্পদের পরিমাণ হল আনুমানিক ৩০ থেকে ৬০ বিলিয়ন ডলার।

thai royals on balcony

৭. ব্রুনাইয়ের রাজ পরিবার: এবার আমরা জানাবো ব্রুনাইয়ের রাজ পরিবার সম্পর্কে। ব্রুনাইয়ের সুলতানের নাম হল হাসানাল বলখিয়া। মনে করা হয় যে, তাঁর আবাসস্থলটি বিশ্বের সবচেয়ে বড় আবাসিক স্থান। ব্রুনাইয়ের রাজপরিবারের মোট সম্পদের পরিমাণ হল ২৮ বিলিয়ন ডলার। সুলতানের কাছে একাধিক প্রাইভেট জেটের পাশাপাশি ৬০০ টি রোলস রয়েস এবং প্রায় ৩০০ টি ফেরারি রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর