বাংলা হান্ট ডেস্ক: প্রাচীন পৃথিবীর সেরা দার্শনিকদের নাম করতে গেলে যে কয়জনের নাম আসবে তার মধ্যে সেরা একজন হলেন চাণক্য (Sampurna chanakya neeti)। তিনি এমন একজন ব্যক্তি যার মধ্যে সেরা দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদের বৈশিষ্ট্য সবকিছুই উপলব্ধ ছিল। তার লেখা অর্থশাস্ত্র দ্বারা তিনি ভারতীয় উপমহাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছেন
প্রসঙ্গত উল্লেখ্য, একথা অনেকেই জানেন যে চাণক্য (Chanakya) ছিলেন একজন মহান রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং কৌশলবিদ। তার আঙুলের ইশারাতেই নিয়ন্ত্রিত হত গোটা মৌর্য বংশ। শত বছর আগের বলা চাণক্য নীতিগুলি এখনও বিশ্বের কোটি কোটি মানুষকে পথ দেখায়।
প্রসঙ্গত আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে এমন অনেক কথাই বলে গেছেন যা আজকের প্রজন্মের জন্যেও সমান প্রাসঙ্গিক। আমাদের আলোচ্য বিষয় নারীদের নিয়ে কী বলেছেন তিনি। বিশেষ করে বিবাহিত পুরুষদের এই বিষয়টা জেনে রাখা খুবই দরকার। কারণ দাম্পত্য জীবনে সুখী থাকার জন্য স্ত্রীকে বোঝাটাও জরুরী।
অনেক সময়ই এটা হয় যে স্ত্রীরা তাদের স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকেন। দেখা যায় অধিকাংশ সময়ই স্বামী নিজেও জানেনা যে তার স্ত্রী রেগে আছেন। এমতাবস্থায় শুরু হয় মন কষাকষি ও রাগ অভিমান। এই মনোমালিন্য মিটিয়ে দাম্পত্য জীবন সুখের করার জন্য চানক্য নীতিতে অনেক কিছু লেখা আছে।
জেনে রাখবেন কোন স্ত্রী কখনোই তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে চায়না। তারা সচরাচর হাসিখুশি থাকতেই ভালোবাসে। স্বামী যেটায় খুশি হন সেই বিষয়গুলিতে বিশেষ নজর দেয় নারীরা। তবে যদি দেখেন কোন স্ত্রী হঠাৎ চুপ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে তিনি তার স্বামীর কোন কাজে অসন্তুষ্ট।
স্ত্রী-রা সাধারণত বেশি কথা বলে এবং স্বামীর সাথে হাসিখুশি থাকতে চায়। কিন্তু যদি সে সবসময় ঝগড়া করতে চায় এই দূর্ব্যবহার করতে থাকে তাহলে বুঝতে হবে সে তার স্বামীর প্রতি অসন্তুষ্ট। আপনার স্ত্রী যদি হঠাৎ করে দূরত্ব তৈরি করে নেয় এবং আপনার সাথে কথা না বলে তাহলে এমনটা নয় যে সে অন্য কারোর কথা চিন্তা করছে। হতে পারে আপনার কোন কাজে সে কষ্ট পেয়েছে।