কেউ স্কলারশিপ পাওয়া মেধাবী ছাত্রী, কেউ স্কুলটাও পাশ করেননি! চমকে দেবে টলি নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে (Tollywood) পা রাখতে চান? অভিনেত্রী হওয়ার শখ থাকলে অভিনয় জানাটা তো বাধ্যতামূলক। আর পড়াশোনা? হ্যাঁ, সেটাও জানতে হয় বইকি। যদিও বর্তমানের টলি অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাই চর্চার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যে অভিনেত্রীদের নিয়মিত পর্দায় দেখা যায় তাদের শিক্ষাগত যোগ্যতা কী জানেন?

টলিউডে জনপ্রিয় অভিনেত্রী বড় কম নেই। নতুন পুরনো মিলিয়ে অনেক পরিচিত মুখই দাপটের সঙ্গে কাজ করছেন বড়পর্দা থেকে ওয়েব সিরিজ বা ছোটপর্দায়। এই সুন্দরীরা কি বিউটি উইথ ব্রেন? নাকি শুধুই অভিনয়ে পারদর্শী? চলুন জেনে নেওয়া যাক-

1606281610 5fbde98adf279 rituparna sengupta

ঋতুপর্ণা সেনগুপ্ত– নব্বইয়ের দশকে টলিউডের সুপারস্টার নায়িকাদের মধ্যে অন্যতম তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর রসায়ন আজো চর্চিত ইন্ডাস্ট্রি এবং দর্শক মহলে। এই সিনিয়র অভিনেত্রী কিন্তু শুধু অভিনয়েই তুখোড় নন, পড়াশোনাতেও ভাল। লেডি ব্রেবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক পাশ করেছেন তিনি।

swastika mukherjee 462

স্বস্তিকা মুখোপাধ্যায়– টলিউডের প্রতিভাবান এবং একাধারে বিতর্কিত অভিনেত্রী স্বস্তিকা। আসলে তাঁর ব্যক্তিগত জীবনের নানান ঘটনা এবং তাঁর কিছু কিছু মন্তব্য নিয়ে নানা মুনির নানা মত থেকেই শুরু হয় বিতর্ক। তবে স্বস্তিকা যে যথেষ্ট মেধাবী তাতে সন্দেহ নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক পাশ করেছেন তিনি।

sreelekha mitra marriage

শ্রীলেখা মিত্র– টলিপাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এ জন্য তাঁকেও কম সমালোচনার মুখে পড়তে হয় না। শ্রীলেখা জয়পুরিয়া কলেজ থেকে প্রথমে বি এ পাশ করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ পড়া শুরু করেন।

koelmallick41632921233

কোয়েল মল্লিক– টলিউডের স্টারকিড কোয়েল। দর্শকদের অন্যতম প্রিয় অভিনেত্রীও বটে। কোয়েল সাইকোলজি নিয়ে পড়েছেন গোখেল মেমোরিয়ালে। পড়াশোনা শেষ করার পরেই অভিনয়ে পা রাখেন তিনি।

 

মিমি চক্রবর্তী– টলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার পাশাপাশি তাঁর আরো এক পরিচয় রয়েছে। তিনি লোকসভার সাংসদও। মিমি পড়েছেন আশুতোষ কলেজে বিএ নিয়ে। তারপরে পা রাখেন ছোটপর্দায়।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়– বর্ধমানের মেয়ে শুভশ্রী এখন রাজত্ব করছেন টলিউডে। নিজের অভিনয় দক্ষতায় শান দিয়ে দর্শকদের আরো প্রিয় হয়ে উঠেছেন তিনি। জানা গিয়েছে, শুভশ্রী ম্যানেজমেন্টে স্নাতক পালন করেছেন।

নুসরত জাহান– টলিপাড়ার আরো এক সাংসদ অভিনেত্রী তিনি। তবে নিজের কাজের তুলনায় বিতর্কের জন্যই বেশি পরিচিত নুসরত। জানা যায়, ভবানীপুর কলেজ থেকে বি কম অনার্স নিয়ে পাশ করেছেন তিনি।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়– একসময় প্রায়ই বড়পর্দায় দেখা গেলেও এখন আর ছবিতে সুযোগ পান না তিনি। তার বদলে সায়ন্তিকা এখন যোগ দিয়েছেন রাজনীতিতে। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন।

srabanti chatterjee troll

শ্রাবন্তী চট্টোপাধ্যায়– টলি নায়িকাদের নিয়ে কথা হবে আর শ্রাবন্তীর নাম আসবে না, তা কি হয়? অভিনয়ে জনপ্রিয়তা পেলেও তাঁর পড়াশোনা নিয়ে বিশেষ কিছু জানা যায় না। তবে শোনা যায়, স্কুল পাশ করার আগেই নাকি অভিনয় শুরু করে দিয়েছিলেন শ্রাবন্তী।

paoli dam

পাওলি দাম– অভিনয় গুণে তিনি জনপ্রিয় টলিউড থেকে বলিউডেও। তবে পাওলির শিক্ষাগত যোগ্যতা চমকে দেওয়ার মতো। একাধিক স্কলারশিপ পেয়েছিলেন মেধাবী ছাত্রী পাওলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিদ্যাসাগর কলেজ থেকে প্রথমে রসায়নে স্নাতক আর তারপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর পাশ করেন তিনি। টলি অভিনেত্রীদের মধ্যে মেধার দিক দিয়ে প্রথম দিকেই নাম থাকবে পাওলির।

X