বাংলা হান্ট ডেস্ক : আপনি নিশ্চয়ই লটারির (Lottery) মাধ্যমে রাতারাতি মানুষের ভাগ্য পরিবর্তনের কথা শুনেছেন। একটি লটারির টিকিট একজনকে ফুটপাথ থেকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তবে আমরা যদি বলি যে, এই মন্দার বাজারে টমেটোর (Tomato) কারণে কেউ রাতারাতি বড়োলোক (Rich) হয়ে উঠেছে, তবে কি অবিশ্বাস করবেন?
দুদিন আগে যে টমেটোর দাম ছিল ১০ টাকা সেটাই হয়ে গেল ১০০। আর সেখান থেকে ১৫০-২০০ এবং ৩৫০-র আকড়া পার করবার পর এখন কেজি প্রতি ৫০০ টাকা হওয়ার দিকে দৌড় লাগিয়েছে। যে টমেটো দেখে আজকাল মানুষের চোখ দিয়ে জল পড়ছে সেই টমেটোই মহারাষ্ট্রের পুনেতে এক কৃষকের বাড়িতে আনন্দ নিয়ে এসেছে।
পুনের নগর জেলার সীমান্তে জুন্নার বলে একটি গ্রামের বাসিন্দা হলেন তুকারাম ভাগোজি গায়কর। টমেটো আজ তার ভাগ্য খুলে দিয়েছে। উল্লেখ্য, জুন্নারের মাটি ভীষণ উর্বর রয়েছে এবং সারা বছর এখানে জল পাওয়া যায়। যার কারণে এখানে সারাবছরই পেঁয়াজ ও টমেটো চাষ করা সম্ভব হয়। এই গ্রামের যেদিকেই তাকাবেন সেদিকেই টমেটো দেখতে পাবেন।
টমেটোর দাম যেখানে এখন আকাশছোঁয়া সেখানে টমেটোর এই ফলন দেখলে অবাক হবেনই। প্রসঙ্গত, তুকারাম ভাগোজি গায়কারের ১৮ একর জমি রয়েছে, যার মধ্যে তিনি ১২ একর জমিতে টমেটো চাষ করেছিলেন। আর তার জমিতে রীতিমত সোনা ফলেছে। তার পরিবার তো বটেই পাশাপাশি শতাধিক নারীকে কাজও দিয়েছেন তিনি।
সূত্রের খবর, ১৩ হাজার টমেটো ক্রেট বিক্রি করে তিনি সংগ্রহ করেছেন ১ কোটি ২৫ লাখ টাকা। গত শুক্রবার ২১০০ টাকায় এক ক্রেট টমেটো বিক্রি করেছেন গাইকর পরিবার। পরিবারটি মোট ৯০০ ক্রেট টমেটো বিক্রি করেছে। আর এভাবেই একদিনে ১৮ লাখ রুপি আয় করেছেন। গাইকরের মত আরও বেশকিছু কৃষক রয়েছে যারা কেবল টমেটো বিক্রি করে কোটিপতি হয়েছেন।