বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে দুর্গাপুজো। আর পুজোর মরশুমে সকলের মধ্যেই পড়ে যায় ঘুরতে যাওয়ার হুড়োহুড়ি। তবে এখন যদিও প্রায় সারা বছরই পর্যটন কেন্দ্র গুলিতে হচ্ছে ঠাসা ভীড়। তাই আজকালকার দিনে ভারতীয় রেলে (Indian Railways) কনফার্ম টিকিট (Confirm Ticket) পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যার ফলে বাধ্য হয়েই অনেকে অতিরিক্ত টাকা দিয়ে কাটছেন তৎকাল টিকিট।
ভারতীয় রেলে (Indian Railways) টিকিট কনফার্ম না হলে কীভাবে পাবেন টাকা?
তবে অনেকে আবার শেষ মুহূর্তে টিকিট না পেয়ে সফর বাতিল করে দেন। তবে আজ আপনাদের জানাবো ভারতীয় রেলের (Indian Railways) এমন একটি টিপস যা জানলে কনফার্ম টিকিট পাওয়া এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।শুধু তাই নয়, এমন একটি উপায় আছে যা জানলে কেউ যদি কনফার্ম টিকিট-ও না পান তাহলেও তিনি দ্বিগুণ টাকাও ফেরত পেয়ে যাবেন সহজে।
কনফার্ম টিকিট পাবেন কীভাবে?
ভারতীয় রেলে (Indian Railways) এখন কনফার্ম টিকিট পাওয়া আরও সহজ। কীভাবে? ট্রেনের কনফার্ম টিকিট পেতে গেলে টিকিট বুক করার সময় Goibibo-র ওয়েবসাইট / অ্যাপ ব্যবহার করতে হবে। আর ওয়েটিং টিকিট বুক করার সময় মনে করে ‘গোকনফার্মড ট্রিপ’ অপশন বেছে নিতে হবে। তাহলেই টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
আরও পড়ুন: আর লাগবে না ২ দিন! জাস্ট কয়েক ঘন্টাতেই হবে ‘Cheque’ ক্লিয়ার! বড়সড় ঘোষণা RBI’র
দ্বিগুণ টাকা ফেরত পাবেন কীভাবে?
শুধু তাই নয়, চার্ট তৈরি হওয়ার পরও যদি ওয়েটিং টিকিট কনফার্ম না হয়, তাহলে এই কোম্পানি থেকে টিকিটের দ্বিগুণ ভাড়া ফেরত দেওয়া হবে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এপ্রসঙ্গে Goibibo-র তরফে বলা হয়েছে, কোনওভাবে যদি ট্রেনের টিকিট কনফার্ম না হয় তাহলে সেক্ষেত্রে টিকিট বুকিংয়ের সময় কাটা টিকিটের ভাড়া ফেরত দেবে IRCTC। আর বাকি টাকা ‘ট্রাভেল ভাউচার’ হিসেবে ফেরত দেওয়া হবে।
এখানে বলে রাখি, এই ট্রাভেল ভাউচারটি ট্রাভেলার গোইবিবো প্ল্যাটফর্মেই থাকে, এগুলি পরবর্তীকালে ফ্লাইট, বাস, ট্রেন বা ক্যাব বুক করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারেন। তবে মনে রাখতে হবে শুধুমাত্র টিকিট কনফার্ম না হলে তবেই এই টাকা ফেরত পাওয়া যাবে। তাই চার্ট প্রস্তুতির সময় টিকিট কনফার্ম বা ‘RAC’ থাকলে দ্বিগুণ টাকা ফেরত পাওয়া যাবে না। তাই এই অফার শুধুমাত্র ওয়েটিং লিস্টেড টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য। রেলসূত্রে খবর এইভাবে নাকি সর্বোচ্চ ৩,০০০ টাকা রিফান্ড হিসাবে পাওয়া যাবে।