আবার আকাশছোঁয়া হলুদ ধাতু! জন্মাষ্টমীর পরেই কত বাড়ল সোনার দাম?

বাংলা হান্ট ডেস্ক : এই মূল্যবৃদ্ধির বাজারে এমনিতেই আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। আনাজপাতি  থেকে শুরু করে সোনা (Gold)-গয়না কোনো কিছুতেই হাত দেওয়ার মত নয়! ছুঁলেই যেন ছ্যাঁকা লাগছে। এমনিতেই এখন আগস্ট মাসের শেষ। তাই সবারই এখন টাকা পয়সার টানাটানি চলছে। তবে এই পরিস্থিতিতে মাঝে কয়েক দিনের জন্য সোনার দাম (Gold Price) পড়তে থাকায় হাসি চওড়া হয়েছিল মধ্যবিত্তদের।

একলাফে আবার বাড়ল সোনার দাম (Gold Price)

সামনে দুর্গাপুজো-দিওয়ালি-ধনতেরাসের কথা মাথায় রেখে আগে থেকেই একটু একটু করে সোনা কিনতে শুরু করেছিলেন অনেকেই। ক্রমাগত যে হারে লাফিয়ে বাড়ছে সোনার দাম (Gold Price) তাতে আগামী দিনে তা যদি ৮০ হাজার টাকাও ছাড়িয়ে যায় তাতে কিন্তু অবাক হওয়ার কিছু নেই! এমনটাই  মনে করছেন বিশেষজ্ঞরা।

   

তাই সোনার দাম (Gold Price) কমায় এটাই সোনা কেনার সেরা সময় বলে মনে করছিলেন অনেকেই। কিন্তু কথায় আছে সুখ বেশিদিন সহ্য হয় না! তাই জন্মাষ্টমীতে খানিক  স্বস্তি মিললেও তারপর আবার লাফিয়ে বাড়লো সোনার দাম। গত কয়েক দিন ধরে ৬৫ হাজারের আশেপাশেই ঘোরাফেরা করছিল এই হলুদ ধাতুর  দাম।

আরও পড়ুন :  বদলে গেল নিয়ম! দুর্গাপুজো নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের, এক ঘোষণায় তোলপাড়

কিন্তু পুজোর আগেই আবার মাথায় হাত মধ্যবিত্তের। মঙ্গলবার ২৭ আগস্ট ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৬ হাজার ৯৪০  টাকা। যা আজ অর্থাৎ বুধবার ২৮  আগস্ট ২১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৫০ টাকা। একইভাবে দাম বেড়েছে ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনারও। গতকাল ২৭ আগস্ট ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৭৩ হাজার ৩০ টাকা। যা বুধবার ২৮ আগস্ট ২২০ টাকা বেড়ে হয়েছে ৭৩ হাজার ২৫০ টাকা।

Gold Price

তবে রূপো (Silver) প্রেমীদের নো টেনশন! কারণ গতকালের মতোই আজও অপরিবর্তিত আছে রুপোর দাম। জানা যাচ্ছে মঙ্গলবার ২৭ অগাস্ট ১ কেজি রুপোর দাম ছিল ৮৮৫০০ টাকা ৷ আর আজ অর্থাৎ বুধবারও ১ কেজি রুপোর দাম রয়েছে একই।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর