IIT-IIM এর ডিগ্রি নয়, শুধুমাত্র Youtube ভিডিও বানিয়ে ২৫০০০ কোটির কোম্পানি খাড়া করলেন এই যুবক

বাংলা হান্ট ডেস্কঃ সাফল্য আর পরিশ্রম যেন একই কয়েনের এপিঠ ওপিঠ। লক্ষ স্থির রেখে সঠিক রাস্তায় চেষ্টা করলে সাফল্য এসে ধরা দেবেই। এমতাবস্থায় এমন বহু তরুণ তরুণী সরকারি চাকরির জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে। ক্লার্কের চাকরি থেকে শুরু করে UPSC এর মতো পরীক্ষার জন্য বছরের পর বছর ধরে প্রস্ততি। তবে আজকে যার কথা বলব তিনি বেছে নিয়েছিলেন ইউটিউবকে।

আজকে আমরা এমন এক ছেলের কথা বলছি যার কাছে IIT বা IIM এর ডিগ্রি নেই। তিনি একজন সাধারণ ইঞ্জিনিয়ার যে আজ ২৫ হাজার কোটি টাকার কোম্পানি তৈরি করেছেন। তিনি হলেন গৌরব মুঞ্জাল। তার কোম্পানি হল অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম Unacademy। যা বিশ্বের সবচেয়ে বড় এডুটেক কোম্পানিগুলোর একটি। তবে খুব কম মানুষই জানেন যে, এই সংস্থাটি একটি ইউটিউব চ্যানেল দিয়ে শুরু হয়েছিল।

   

আজ থেকে প্রায় ১৩ বছর আগে ২০১০ সালে একটি ইউটিউব চ্যানেল খোলেন গৌরব মুঞ্জাল। এই চ্যানেলটিই পরে একটি কোম্পানির রূপ নেয়। গৌরবের কথা বললে, ছোটবেলা থেকেই ভিডিও, কোডিং এইসবে আগ্রহ ছিল তার। বিটেক শেষ করার পর মন দেন ভিডিও বানানোতে। পড়ালেখার পর যে সময়টুকু হাতে থাকত, সেই সময়টা ইউটিউব ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে আপলোড করতেন। তখন তার চ্যানেলের নাম ছিল গৌরব মুঞ্জাল।

B.Tech শেষ করার পর তিনি Flatchat শুরু করেন। এরপর তিনি যোগ দেন ডিরেক্টিতে। কাজের পাশাপাশি তিনি তার ইউটিউব চ্যানেলে পড়াশোনা সংক্রান্ত ভিডিও দিতেন। এমতাবস্থায় তার দুই পুরোনো বন্ধু রোমান সাইনি এবং হিমেশ সিং তার কাজ সম্পর্কে জানতে আগ্রহী হন। কথাপ্রসঙ্গে গৌরব তার ব্যবসার আইডিয়ার কথা বলেন তাদের। অনেকেই হয়ত জানেননা যে, এই রোমান সাইনি একজন এমবিবিএস ডাক্তার আবার অপরদিকে UPSC-তেও সর্বভারতীয় র‍্যাঙ্ক ছিলো ১৮।

তিনিও চাকরিতে ইস্তফা দিয়ে লেগে পড়েন গৌরবের সাথে। পাশাপাশি হাত মেলায় আরেক বন্ধু হিমেশ সিং-ও। সাল ২০১৫ তে সামনে আসে এই ত্রয়ীর নতুন কোম্পানি Unacademy। ধীরে ধীরে তাদের সাথে যুক্ত হয় দেশের লাখ লাখ ছাত্রছাত্রী। ইউটিউব চ্যানেল থেকে Unacademy পৌঁছে যায় মোবাইল অ্যাপ্লিকেশনেও।

unacademy startup story net worth

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এডুটেক কোম্পানিগুলোর একটি হল Unacademy। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কোচিং ক্লাস দেওয়া হয় এখানে। আজ বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা লগ্নি করেছেন এই কোম্পানিতে। তালিকায় রয়েছে সিকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়া, নেক্সাস ভেঞ্চারস, SAIF-এর মত নামিদামী নাম। সাল ২০২২-এ Unacademy-র মোট সম্পদ ছিল প্রায় ৩.৪ বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর