মোটা টাকা বেতন, অজস্র শুন্যপদে বিরাট নিয়োগ WBPSC-র! কীভাবে করবেন আবেদন?

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)। গত ২৫ শে জুলাই থেকেই শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। আগামী ১৭ ই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে আবেদনকারীরা। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ তথা ভারতের নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন জেনে নিই কত শূন্য পদ রয়েছে এবং কী কী যোগ্যত লাগবে এই পদের জন্য।

পদের নাম : ASSISTANT DIRECTOR OF AGRICULTURE

   

দপ্তর : কৃষি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার

বেতন : রোপা ২০০৯ অনুযায়ী পে লেবেল ১৬ ( Rs. ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০)। সব পে ও এলাউন্স মিলিয়ে প্রথম মাসে গ্রস বেতন হবে ৬৬,৬৯৮ টাকা।

শূন্যপদ : ১২২ টি

শিক্ষাগত যোগ্যতা : দেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে চার বছরের ডিগ্রী কোর্স সহ কৃষি বিভাগীয় বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। পাশাপশি পশ্চিমবঙ্গের কৃষি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

আবেদন ফি : সূত্রের খবর, জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য লাগবে ২১০ টাকা। তবে এস সি/এস টি / PwBD ক্যাটাগরির অন্তর্গত মানুষদের কোন টাকা লাগবেনা।

বয়স সীমা : জানা যাচ্ছে ২০২৩ সালের ১ জানুয়ারির মধ্যে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৬ বছরের নিচে।

wbpsc recruitment notification ada

গুরুত্বপূর্ণ দিন : গত ২৫ শে জুলাই থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হল ১৭ আগস্ট বিকেল ৩ টা পর্যন্ত। অনলাইন পেমেন্ট করার শেষ তারিখ-ও ওটাই। পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে অফলাইনে পেমেন্টের শেষ দিন ১৭ ই আগস্ট ২০২৩। তবে ফর্ম এডিট করতে পারবেন আগামী ২৫ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর