যাদবপুরে পড়তে পড়তেই বাংলা সিরিয়ালে সুযোগ, জি বাংলার ফুলকির আসল পরিচয় জানেন

বাংলা হান্ট ডেস্ক : আসামাত্রই হালচাল শুরু করেছে জি বাংলার ‘ফুলকি’ (Phulki)। টিআরপি (TRP) তালিকায় একদম উপরের দিকে রয়েছে এই মেগা। আর এই ধারাবাহিকে অভিনয় করে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন নবাগতা নায়িকা দিব্যানি মন্ডল (Divyani Mondal)। এই দিব্যানির আসল পরিচয় জানেন কি? চলুন জেনে নিই তার ঠিকুজি কুষ্ঠি।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘ফুলকি’ দিব্যানির প্রথম সিরিয়াল হ্ঠ্যলেও মডেলিং দুনিয়ায় তার ভালোই নামডাক রয়েছে। মুর্শিদাবাদের এই মেয়ে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও অভিনয় করে ফেলেছেন। পড়াশোনা করেছেন রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যাদবপুর থেকে। যে বিশ্ববিদ্যালয়ের চর্চা এখন সবার মুখে মুখে।

জানা যাচ্ছে, দিব্যানি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। যদিও ছোট থেকেই তার ঝোঁক ছিল অভিনয়ের প্রতি। শখ ছিল ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করার। তবে তার আগেই ফুলকি চরিত্রের অফার আসে তার কাছে। কেরিয়ারের প্রথমেই জি বাংলার মত এক বড় চ্যানেলের অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি দিব্যানি।

আরও পড়ুন : চন্দ্রযান, ISRO-কে নিয়ে কটাক্ষের জের! বড় বিপদ নেমে এল অভিনেতা প্রকাশ রাজের জীবনে

এই কারণে পড়াশোনার পাশাপাশি অভিনয়ের দুনিয়ায় নাম লেখান। আর প্রথম প্রোজেক্টেই দর্শক কুপোকাত। কিন্তু প্রশ্ন হল, জি বাংলা থেকে সরাসরি দিব্যানির কাছে অভিনয়ের প্রস্তাব গেলো কী করে? আসলে জি বাংলার এক পরিচিত মুখ আয়ুষের সঙ্গে এক মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন ফুলকি। সেখানে থেকেই চ্যানেল কর্তৃপক্ষের নজরে আসেন তিনি। আরে তারপরেই সিরিয়ালের অফার পায় ফুলকি।

আরও পড়ুন : ‘বেশি শিক্ষিত হয়ে গেলে …” যাদবপুর নিয়ে বড় বিস্ফোরণ রাজের! দিলেন সিনেমা তৈরি করারও ইঙ্গিত

phulki

এই বিষয়ে দিব্যানি বলেন,’এত তাড়াতাড়ি এত ভালো একটা প্ল্যাটফর্ম পাব সেটা আমি সত্যিই ভাবিনি। প্রত্যেক সপ্তাহের টিআরপির লিস্টটা আমাকে অনুপ্রাণিত করে। ওটা দেখি আর ভাবি পরের সপ্তাহে আরও ভালো পারফর্ম করতে হবে।’ তবে একথা বলাই বাহুল্য যে, প্রথম সিরিয়ালের হাত ধরেই ফুলকি অর্থাৎ দিব্যানি সবার ঘরের মেয়ে হয়ে উঠেছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর