কত টাকার মালিক মুকুল রায়, রইল তাঁর সম্পত্তির বিস্তারিত তথ্য

বাংলাহান্ট ডেস্কঃ প্রায় সাড়ে তিন বছর পর ‘ঘরের ছেলে ঘরে ফিরলেন’, বিজেপি ছেড়ে আবারও নিজের পুরনো ঠিকানা তৃণমূলে ফিরে গেলেন মুকুল রায় (mukul roy)। সঙ্গে গেলেন ছেলে শুভ্রাংশু রায়ও। নির্বাচনের পর থেকেই তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে সপুত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছত্রছায়ায় ফিরলেন মুকুল রায়।

মুকুল রায়ের দলবদলে আবারও সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। মুকুল চলে যাওয়ার পরই, বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে ফিরে যাওয়ার তালিকায় নাম লিখিয়েছেন বেশ কয়েকজন মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেতৃত্ব। তবে বর্তমান সময়ে সেসব কিছুতে মাথা ঘামাতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, এখন ঘরছাড়া বিজেপি কর্মীদের ফিরিয়ে আনতে দল ব্যস্ত রয়েছে।

hcvbjvbjvbv

বিজেপির তরফ থেকে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী মনোনীত হওয়ার পর মুকুল রায় নিজের সম্পত্তি এবং শিক্ষাগত যোগ্যতার হিসেব দিয়েছিলেন হলফনামায়। সেই হিসেব থেকে জানা যায়, মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় ২০০৬ সালে স্নাতকোত্তর হন মুকুল রায়।

সম্পত্তির হিসেবে জানা যায়, তাঁর কাছে নগদ ৩৫ হাজার ৭৫২ টাকা এবং তাঁর ব্যবসায়ী স্ত্রীর কাছে ৬৫ হাজার ৭৫৯ টাকা রয়েছে। পাশাপাশি এসবিআই অ্যাকাউন্টে তাঁর নামে রয়েছে ৮ লক্ষ ৪৪ হাজার ৩৭৯ টাকা ২২ পয়সা এবং স্ত্রীর দুটি অ্যাকাউন্টের একটিতে ২ লক্ষ ৩৩ হাজার ২৫৭ টাকা এবং অন্যটিতে রয়েছে ১০ লক্ষ ৭ হাজার ২৬ টাকা ৯৬ পয়সা। ২০২০-২১ অর্থবর্ষে তাঁর স্ত্রীর আয় হয়েছে ৫ লক্ষ ৮৬ হাজার ২৮১ টাকা এবং পেনশনের মাধ্যমে তাঁর উপার্জন ৪ লক্ষ ৪৪ হাজার টাকা। তবে তাদের নামে কোন ব্যাঙ্কঋণ নেই বলেও জানিয়েছিলেন তিনি।

vcvvc

মুকুল রায় জানিয়েছিলেন, তাঁর নামে কোন গাড়ি এবং জমি নেই। তবে তাঁর স্ত্রীর নামে গাড়ি না থাকলেও হালিশহরের বীজপুরে ১৫ লক্ষ টাকার (বর্তমান মূল্য) জমি রয়েছে। তবে কাঁচড়াপাড়া পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলেই জানিয়েছিলেন মুকুল রায়। তবে এই বাড়ির বর্তমান মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা।

হলফনামায় কোন সোনার গহনার কথা উল্লেখ করেননি মুকুল রায়। তবে তাঁর স্ত্রীর কাছে ১০৭.৬৬ গ্রাম সোনার গহনা রয়েছে বলে জানিয়েছিলেন। নিজে শেয়ারবাজারে কোন বিনিয়োগ না করলেও, তাঁর স্ত্রীর ২ লক্ষ ৪৫ হাজার টাকা বিনিয়োগ রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর