ঘাসফুল ছেড়ে এসেছিলেন পদ্মফুলে, সেই হিরণও দলবদল নিয়ে ঠুকলেন মুকুল রায়কে

বাংলাহান্ট ডেস্ক: শুক্রবার রাজ‍্য রাজনীতিতে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন। সাড়ে তিন বছর পর আবার বিজেপি (bjp) ছেড়ে নিজের পুরনো দল তৃণমূলে (tmc) ফিরলেন মুকুল রায় (mukul roy)। ঘরের ছেলে ঘরে ফিরেছে, এমনি মন্তব‍্য করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। অপরদিকে সুযোগের সদ্ব‍্যবহার করতে ছাড়েনি গেরুয়া শিবির। ফের দল বদল করার জন‍্য মুকুল রায়কে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ‍্যায় (hiran chatterjee)।

নাম না করে একটি টুইটে খড়গপুরের বিজেপি বিধায়ক লিখেছেন, ‘এবার ধান্দাবাজি রাজনীতি বন্ধ হোক। পশ্চিমবঙ্গ যে নোংরা রাজনীতির খেলা দেখছে তাতে রাজনৈতিক নেতাদের উপর সাধারণ মানুষের আস্থা উঠে যাবে। আয়া রাম গয়া রাম- পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়।’

hiran chatterjee
ক্ষোভ নিয়ে তৃণমূল ছেড়েছিলেন হিরণ। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। নির্বাচনে লড়ার টিকিট পেয়ে খড়গপুর বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়কও হয়েছেন তিনি। খড়গপুর অঞ্চলেই একটি আশ্রমে থাকছেন তিনি এখন। করোনাকালে নিজের সংসদীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে একের পর এক উদ‍্যোগ নিয়ে চলেছেন অভিনেতা।

 

খড়গপুর রেল হাসপাতালের বেডের সংখ‍্যা বাড়িয়েছেন হিরণ। আগেই তিনি জানিয়েছিলেন রেলের হাসপাতালে বেডের সংখ‍্যা বাড়ানোর ব‍্যাপারে কথাবার্তা বলছেন তিনি। সেই মতো রেলের ডি আর এমের সঙ্গে বৈঠক করে রেল হাসপাতালে বেডের সংখ‍্যা ৪০ টি বাড়িয়েছেন হিরণ। পাশাপাশি নতুন দুটি অ্যাম্বুলেন্সের বন্দোবস্তও হয়েছে। তাঁর কথায়, ‘সরকারে নেই আমরা। তবু সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব।’

হাসপাতালে বেড বাড়ানোর ব‍্যাপারেও কথাবার্তা বলছেন তিনি। রেলের একটি যক্ষ্মা হাসপাতাল বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেখানে একটি সেফ হোম চালু করার চিন্তা ভাবনা করছেন হিরণ। সেই সঙ্গে আইআইটি খড়গপুরের হাসপাতাল আবার চালু করা যায় কিনা সেই বিষয়ে ডিরেক্টরের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর