বচ্চন পরিবারের অন্দরমহলের কথা জানতে এসেবারে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে ফাটল ধরেছে বচ্চন পরিবারে। এমতাবস্থায় জেনে নিন, বচ্চন পরিবারের কোন সদস্য কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন। কেউ পড়েছেন এমবিএ কেউবা আবার পাস করতে পারেননি কলেজ। অভিনয়ে জবরদস্ত। কিন্তু পড়াশোনায় যেমন ছিলেন তাঁরা? জানুন অমিতাভ (Amitabh Bachchan) টু ঐশ্বর্যর শিক্ষাগত যোগ্যতা।
জলসার মাথা অর্থাৎ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নৈনিতালের একটি স্কুলে পড়াশোনা করেছেন। তারপরে দিল্লির কলেজে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছিলেন। অন্যদিকে জয়া বচ্চন ভোপালের একটি স্কুলে পড়াশোনা করেছিলেন। তারপরে পুনের ফিল্ম ইনস্টিটিউট থেকে স্নাতক পাস করেন তিনি। তারপরে বলি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছিলেন তিনি।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নৈনিতালের একটি স্কুলে পড়াশোনা করেছেন
১৯৭৩ সালে বিয়ে করেছিলেন জয়া ও অমিতাভ। ১৯৭৪ সালে জন্ম হয় শ্বেতার। দিল্লির স্কুল থেকে পড়াশোনা করে উচ্চ ধিক্কার জন্য বিদেশে চলে গিয়েছিলেন তিনি। অভিষেকও দিল্লির স্কুলে পড়তেন তারপরে বিদেশ পাড়ি দেন উচ্চশিক্ষার জন্য। সুইজারল্যান্ডের একটি স্কুল থেকে পড়াশোনা করেছিলেন। তারপরে এমবিএ করেন। আর সেটি শেষ না করেই অভিনয় করতে শুরু করেন তিনি।
অন্যদিকে ঐশ্বর্য যে মিস ওয়ার্ল্ড তা কারোর অজানা নয়। মুম্বইতেই নিজের পড়াশোনা শেষ করেন তিনি। মাঝপথে স্নাতক ছেড়ে মডেলিংয়ে যোগ দেন তিনি। নভ্যা নিউইয়র্কের একটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। লন্ডনের একটি কলেজে পড়েছেন অগস্ত্য। অন্যদিকে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করছেন আরাধ্যা। সে অর্ষ্টম শ্রেণীতে পড়েন।