হোয়াট্‌সঅ্যাপের চ্যাট বক্সে গোলাকার ‘মেটা আই’! টেক্কা দেবে গুলকেও, কি কাজ করে জানেন?

   

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি হোয়াটসঅ্যাপের (WhatsApp) চ্যাট বক্সে দেখা যাচ্ছে একটি গোলাকার নীলচে-বেগুনি রংয়ের চিহ্ন। এই চিহ্নটির নাম ‘মেটা এআই’ (Meta AI)। কিন্তু এই নতুন ফিচারের কি কাজ? তা নিয়ে অনেকের মনেই তৈরি হয়েছে বিভ্রান্তি। জানা যাচ্ছে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবার হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে এই নতুন ‘চ্যাটবট’ প্রযুক্তি (Chatbot Technology)।

এবার এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে মেটাতেও। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এবার অনেক সহজেই গুরুত্বপূর্ণ ‘চ্যাটজিপিটি’, ‘বিংএআই’ এবং ‘গুগ্‌ল বার্ড’-এর মতো মেটা সংস্থা ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াট্‌সঅ্যাপের হয়ে কাজ করবে মেটা এআই। এরফলে আগামী দিনে স্মার্টফোন হয়ে উঠবে আরও বেশি স্মার্ট।

কোন অজানা তাই এবার থেকে কোন জিনিস সম্পর্কে জানার প্রয়োজন হলে আর গুগলে গিয়ে সার্চ করতে হবে না। গুগলে গিয়ে সার্চ করতে যে সময় লাগে তার থেকেও অনেক কম সময়ে এখন নির্ভুল তথ্য তুলে ধরা যাবে ব্যবহারকারীদের সামনে।

আগামী দিনে এ আই জেনারেটের ছবি তৈরি করতেও সাহায্য করবে এই নতুন প্রযুক্তি। মেটা এআই বর্তমানে ওই সংস্থারই নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)-এর সাহায্যে হোয়াট্‌সঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রা মে কাজ করছে।

আরও পড়ুন: বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, ভেসে যাচ্ছে রাস্তা, ধসের মুখে ১০ নম্বর জাতীয় সড়ক, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা

হোয়াট্‌সঅ্যাপে মেটা ‘এআই’ কী ভাবে কাজ করে?

এখনকার দিনে বন্ধুদের মোধ্যে যে কোনো আলোচনা কিংবা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হলে হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ খুবই কাজে আসে। তাই আগামী দিনে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেও সেক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে এই মেটা এআই চ্যাটবট। কোথায় যাবেন, কোথায় থাকবেন, কেমন খরচ হতে পারে কিংবা যেখানে ঘুরতে যাবেন, সেখানকার আবহাওয়া কেমন, সেই সম্পর্কিত নানা ধরনের তথ্য জানাবে মেটা এআই।

Meta eye

কী ভাবে ব্যবহার করবেন?

প্রথমে প্লে স্টোর থেকে হোয়াট্‌সঅ্যাপের একেবারে নতুন ভার্সন আপডেট করে নিতে হবে। তার পর ফোন বা ওয়েব হোয়াট্‌সঅ্যাপ খুললেই নীলচে-বেগুনি রঙের গোলাকৃতি একটি চিহ্ন ফুটে উঠবে। সেই ‘আইকন’-এ ক্লিক করলেই খুলে যাবে মেটা চ্যাটবটের আলাদা উইন্ডো। সেখানে প্রয়োজনে সবই লিখে জিজ্ঞাসা করা যাবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর