রাজ্যবাসী মেতে ভোট উৎসবে, এদিকে বাংলার অর্থনীতি নিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বাংলাহান্ট ডেস্কঃ ভোট উৎসবে মেতে ওঠা রাজ্যে এবার চিন্তা বাড়াচ্ছে অর্থনীতি (Bengal Economy)। এবারের নির্বাচনে কাঁটার টক্কর তৃণমূল-বিজেপির। দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ একুশের নির্বাচন (WB Assembly Election 2021)। তবে ভোট নিয়ে ব্যস্ত রাজ্যের অর্থনীতি যে এবার তলানির দিকে। নির্বাচনী প্রচারে উন্নয়নের উপর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চলেছে সব দলই, কিন্তু রাজ্যের বেকারত্ব, শিল্প, কর্মসংস্থান,সার্বিক উন্নয়নে এবার চোখে পড়ল বড়সড় ফাঁক।

ভোটের আবহেই সামনে আসা রিপোর্ট নীচে একে একে তুলে ধরা হল—

১) জিএসডিপি (GSDP) প্রবৃদ্ধিঃ জাতীয় স্তরের থেকে জিএসডিপি প্রবৃদ্ধি ২০১৯-২০ সালে বাংলার প্রায় ৪ শতাংশ বেশি ছিল। তবে ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ পর্যন্ত সেই প্রবৃদ্ধি দেখলে জানা যাবে, এই ৫ বছরের প্রবৃদ্ধি সবচেয়ে কম।

২) ব্যাংক ঋণ ও ব্যাংক আমানতঃ আরবিআই (RBI) এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, বাংলার ব্যাংক ঋণের প্রবৃদ্ধি দেশের মধ্যে সবচেয়ে কম। এমনকি এও লক্ষ করা যাচ্ছে যে, ব্যাংক আমানতের ক্ষেত্রেও ধীরতম বৃদ্ধির হার।

প্রকাশিত জিডিপি রিপোর্টকার্ড, আশঙ্কা সত্যি করে মন্দার গ্রাসে ভারতীয় অর্থনীতি! , GDP report for 2020-21 FY Q2, GDP contraction slows to -7.5 percent as India enters in recession ...

৩) বেকারত্বঃ লোকসভায় মোদী-আমিত শাহ বলেছিলেন, বাংলায় বেকারত্বের হার অনেক বেশি। সিএমআইএ (CMIA)-র ২০২১ এর তথ্যানুযায়ী, এরাজ্যে বেকারত্বের হার ৬.২ শতাংশ। উল্লেখ্য যদিও তা দেশের শতাংশের তুলনায় বেশি।

৪) কর্মসংস্থানঃ একুশের নির্বাচনে একাধিক জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো বাইরের রাজ্য থেকে বাংলার ছেলে-মেয়েদের ফিরে আসার আবেদন করেছেন। কারণ এরাজ্যে আর কাজের অভাব হবে না। এমএসএমই-তে বাংলার স্থানীয় শিল্প, কর্মসংস্থান, মাথা পিছু আয় এবং সামাজিক সূচকগুলিতে এরাজ্যের ফাঁক লক্ষ করা যায়, এমনকি অনেক পিছিয়েও।

প্রসঙ্গত, বাংলার শিক্ষাব্যবস্থায় কমেছে বরাদ্দ, কমেছে কৃষি ক্ষেত্রে শেয়ারও। সব মিলিয়ে ভোটমুখী রাজ্যের মাথায় চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে অর্থনীতি নিয়ে।

সম্পর্কিত খবর