বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) নাকি টাকা ওড়ে। ঠিকঠাক ধরতে পারলে আর আগলে রাখতে জানলে ধনী হওয়া আটকানো কারোর সাধ্য নেই। হিন্দি বিনোদন ইন্ডাস্ট্রিতে স্টারকিডদের দাপট থাকলেও বহিরাগত বহু অভিনেতা অভিনেত্রীও জায়গা পেয়েছেন এখানে। আর শুধু জায়গাই পাননি, নিজেদের দমে ইন্ডাস্ট্রির মাথায় উঠে বসেছেন।
একটা সময়ে মাথার উপরে ছাদ জোগাড় করতেও হিমশিম খেতেন যারা, তারাই আজ পেল্লায় বাংলো হাঁকিয়েছেন। গ্যারেজে সার দিয়ে রাখা বহুমূল্য বিলাসবহুল গাড়ি। আজ রাজা বাদশার মতো চালচলন হলেও একসময় আর পাঁচ জনের মতোই চাকরি করে রোজগার করেছেন তাঁরা। কত ছিল প্রথম পাওয়া পারিশ্রমিক (Salary)? জানলে চোখ উঠবে কপালে!
অমিতাভ বচ্চন– আজ তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্ত স্তম্ভ স্বরূপ। প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের পুত্র অমিতাভ অভিনয়ে আসার আগে বিজনেস এক্সিকিউটিভ হিসাবে চাকরি করতেন কলকাতার এক শিপিং ফার্মে। থাকতেন একটি দশ ফুট বাই দশ ফুটের ঘরে, তাও আবার সাত জনের সঙ্গে। আর প্রথম পারিশ্রমিক? মাত্র ৫০০ টাকা।
শাহরুখ খান– বলিউডের কিং খান তিনি। সারা বিশ্বে ছড়িয়ে তাঁর ভক্ত। কয়েকশো কোটির মন্নত থেকে বিপুল টাকার সাম্রাজ্য, একা হাতে বানিয়েছেন শাহরুখ। তাঁরও শুরুটা সহজ ছিল না। অভিনয়ে পা রাখার আগে সহকারীর কাজ করতেন তিনি। মানুষকে নিজের আসনে বসানো, পথনির্দেশ দেওয়ার কাজ ছিল তাঁর। পারিশ্রমিক পেতেন মাসে ১৫০০ টাকা।
আমির খান– চকলেট বয় থেকে হ্যান্ডসাম মিস্টার পারফেকশনিস্ট। আমিরের অভিনয়ের ধার বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে তাঁর পারিশ্রমিকও। অভিনেতা হওয়ার আগে নাসির হুসেনের সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন তিনি। বদলে পেতেন মাসিক ১০০০ টাকা করে।
অক্ষয় কুমার– ইন্ডাস্ট্রির সবথেকে পরিশ্রমী অভিনেতা অক্ষয়। তিনি থামতে জানেন না, বিরতিও নেন না। তাঁর টাকা কামানোর নেশাকে অনেকে ব্যঙ্গও করেছে। তবে অনেকেই জানে না, অর্থ প্রাচুর্য কিন্তু প্রথম থেকেই ছিল না অক্ষয়ের। আগে তিনি ব্যাঙ্ককে একটি খাবারের দোকানে শেফ এর কাজ করতেন তিনি। পারিশ্রমিক পেতেন মাসিক ১৫০০ টাকা।