আজকের দিনেই আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানের কোমর ভেঙেছিল ISRO ও বাজপেয়ী

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রাজনীতির দৃষ্টিকোণ থেকে নব্বইয়ের দশক ছিল অত্যন্ত কঠিন একটি সময়। রামমন্দির আন্দোলনের পাশাপাশি, ওবিসি সংরক্ষণের পর অবশেষে জনগণ এনডিএ জোটকে সরকার গঠনের সুযোগ দেয়। পাশাপাশি, অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এদিকে, ১৯৯৮ সালে আমদের দেশে এমনই এক কান্ড ঘটে যা নিঃসন্দেহে বিশ্বে কার্যত আলোড়ন সৃষ্টি করে। আর ওই ঘটনার নেতৃত্ব দেন স্বয়ং অটল বিহারী বাজপেয়ী।

মূলত, ১৯৯৮ সালের ১১ মে থেকে ১৩ মে’র মধ্যে তিনটি পারমাণবিক পরীক্ষা করা হয়। পাশাপাশি সেই পরীক্ষাগুলি সফলও হয়। ১১ মে বিকেল ৩ টা নাগাদ যখন প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানো হয়, তখন প্রধানমন্ত্রীর বাসভবনের পরিবেশও ছিল সম্পূর্ণ আলাদা। অটল বিহারী বাজপেয়ীর সরকারি বাসভবনে তখন বসেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানি, প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্দেস, প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিং এবং প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান জসবন্ত সিং। এমতাবস্থায়, প্রধানমন্ত্রীর বাড়ির ফোন বেজে উঠলে, সেক্রেটারি ব্রিজেশ মিশ্র সঙ্গে সঙ্গে সেই ফোন ধরেন।

প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আবেগপ্রবণ হয়ে পড়েন:
প্রধানমন্ত্রীকে খবর দিতে ব্রিজেশ মিশ্র দৌড়ে দরজায় ধাক্কা দেন। প্রবেশের অনুমতি পাওয়ার সাথে সাথে সকলেই তাঁর মুখের খুশি থেকে অনুমান করেন যে মিশন সফল হয়েছে। এমতাবস্থায়, অটল বিহারী বাজপেয়ী ফোনের রিসিভার ধরে আবেগঘন কণ্ঠে দেশের বিজ্ঞানীদের অভিনন্দন জানান। স্বাভাবিকভাবেই, এটা ছিল গোটা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানিও চোখের জল মুছছিলেন। এদিকে, এর পরেই আমেরিকা খুবই কঠোর হয়ে ওঠে এবং ভারতের ওপর অনেক ধরনের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। কিন্তু ভারত সেদিকে আমল না দিয়ে ১৩ মে পোখরানে আরও দু’টি পরীক্ষা পরিচালনা করে।

জাতীয় প্রযুক্তি দিবস কেন পালিত হয়?
সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। মূলত, ১৯৯৫ সালে আমেরিকা জানতে পেরেছিল যে, ভারত পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং স্যাটেলাইটের মাধ্যমেও ভারতের উপর ক্রমাগত নজর রাখছিল তারা। এমতাবস্থায় ১১ মে এই পারমাণবিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর থেকে সারা দেশে “জাতীয় প্রযুক্তি দিবস” (National Technology Day) পালিত হয়।

fb 052818070223

জাতীয় প্রযুক্তি দিবস ২০২২-এর থিম:
জাতীয় প্রযুক্তি দিবসের থিম প্রতি বছর পরিবর্তিত হয়। এ বছরের থিম “টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিতে সমন্বিত দৃষ্টিভঙ্গি।” মূলত, এই বিশেষ দিনে বিজ্ঞানী, গবেষক, ইঞ্জিনিয়ার, শিক্ষক এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে জড়িত অন্যান্য সমস্ত বুদ্ধিজীবীদের তাঁদের কাজের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর