একধাক্কায় পেট্রোলের দাম কমে হল ৮২.৪২ টাকা! কলকাতায় রেট কত জানেন?

বাংলা হান্ট ডেস্ক : স্বাধীনতা দিবসের আগেই আবার  বাড়ল পেট্রোল ডিজেলের দাম (Petrol-Disel Price)। এমনিতে প্রত্যেক দিন সকাল ছ’টায় পেট্রোল ডিজেলের দামে (Petrol-Disel Price) আসে বিরাট পরিবর্তন। এরইমধ্যে জ্বালানি তেলের নতুন যে দাম প্রকাশ্যে এসেছে সেক্ষেত্রে পেট্রোল ডিজেলের দামের সাথে যুক্ত হয়েছে আফগারি শুল্ক,ডিলার কমিশন, ভ্যাটসহ  অন্যান্য জিনিসের দাম।

কলকাতায় পেট্রোল-ডিজেলের (Petrol-Disel Price) দাম কত?

সব মিলিয়ে এই দাম প্রায় দ্বিগুণ  হয়ে যায়। আজ সপ্তাহের তৃতীয় দিনে কলকাতায়  লিটার প্রতি পেট্রোলের দাম হয়  ১০৪ .৯৫ টাকা আর  ডিজেলের দাম হয় লিটার প্রতি  ৯১.৭৬ টাকা। তবে এখানে, গত দুই সপ্তাহ ধরে কলকাতায় অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম।আজ বাংলার আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, মালদা, মুর্শিদাবাদ সহ অন্যান্য কিছু জেলায় দাম বেড়েছে জ্বালানি তেলের।

তবে  দেশের মধ্যে আজ সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যাচ্ছে আন্দামানে। এখানে লিটার প্রতি পেট্রোলের দাম ৮২.৪২ টাকা। দেশের মধ্যে সবচেয়ে সস্তায় ডিজেলও পাওয়া যাচ্ছে আন্দামানেই । এখানে ডিজেলের লিটার প্রতি দাম ৭৮.০১ টাকা।

আরও পড়ুন : আবার ঊর্ধ্বমুখী সোনার দাম! আজ কলকাতায় কত দাম হলুদ সোনার?

Petrol 3

তবে গ্রাহকরা এসএমএসের মাধ্যমেও  পেট্রোল ডিজেলের দৈনিক দাম জানতে পারেন। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে সব তথ্য জানতে পারবেন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর