বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের (Crude Oil) দাম হ্রাস পেয়েছে। এমতাবস্থায়, সর্বশেষ আপডেট অনুসারে, ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে ব্যারেল প্রতি রয়েছে ৭৪.৪ ডলারে।
অপরদিকে, WTI ক্রুড অয়েলের (WTI Crude Oil Price) দাম প্ৰতি ব্যারেলে রয়েছে ৬৯.৩০ ডলার। এদিকে, এবারে যদি আমরা দেশের দিকে তাকাই সেক্ষেত্রে সোমবার অর্থাৎ আজ দিল্লি সহ সমস্ত রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
মহানগরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম: প্রথমেই জানিয়ে রাখি যে, দেশের রাজধানী দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম হল ৯৬.৭২ টাকা। পাশাপাশি, এক লিটার ডিজেলের দাম হল ৮৯.৬২ টাকা। অপরদিকে, দেশের আর্থিক রাজধানী মুম্বাইতে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ১০৬.৩১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪.২৭ টাকায় স্থিতিশীল রয়েছে। অপরদিকে, চেন্নাইতে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম হল ৯৪.২৪ টাকা। এদিকে, কলকাতায় ১ লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.০৩ টাকায় এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯২.৭৬ টাকা।
দেশের অন্যান্য শহরে পেট্রোল-ডিজেলের দাম:
১. ভোপালে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ১০৮.৬৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯৩.৯০ টাকা।
২. ভুবনেশ্বরে প্রতি লিটার পেট্রোলের দাম হল ১০৩.১৯ টাকা। পাশাপাশি, এক লিটার ডিজেলের দাম হল ৯৪.৭৬ টাকা।
৩. গান্ধীনগরে পেট্রোলের দাম হল ৯৬.৬৪ টাকা প্রতি লিটার। পাশাপাশি, ডিজেলের দাম হল ৯২.৩০ টাকা প্রতি লিটার।
৪. হায়দ্রাবাদে ১ লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৯.৬৬ টাকায় এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯৭.৮২ টাকা।
৫. জয়পুরে প্রতি লিটার পেট্রোলের দাম হল ১০৮.৭৮ টাকা। পাশাপাশি, এক লিটার ডিজেলের দাম হল ৯৩.৭২ টাকা।
৬. নয়ডাতে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ৯৬.৬৪ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৯.৯৩ টাকা।
৭. পাটনায় ১ লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৭.৯৫ টাকায় এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯৪.২১ টাকা।
৮. পোর্ট ব্লেয়ারে প্রতি লিটার পেট্রোলের দাম হল ৮৪.১০ টাকা। পাশাপাশি, এক লিটার ডিজেলের দাম হল ৭৯.৭৪ টাকা।
পেট্রোল-ডিজেলের দাম প্রতিদিন আপডেট হয়: উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে, দেশের অয়েল মার্কেটিং কোম্পানিগুলি দাম পর্যালোচনা করে প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম নির্ধারণ করে। এমতাবস্থায়, আপনি একটি SMS-এর মাধ্যমে প্রতিদিন আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম জানতে পারেন। এর জন্য ইন্ডিয়ান অয়েলের (IOCL) গ্রাহকদের RSP কোড লিখে ৯২২৪৯৯২২৪৯-এই নম্বরে SMS পাঠাতে হবে। আপনি সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে নিজের শহরের RSP কোড পেয়ে যাবেন।