যেমন অদ্ভূত নাম তেমনি চমকে দেওয়ার মতো অর্থ, রাম চরণের সদ্যোজাত মেয়ের নামের মানে জানেন?

বাংলাহান্ট ডেস্ক: গতে বাঁধা উদাহরণের বাইরে গিয়ে সন্তানের জন্য ভিন্ন ধরণের নাম বেছে নিচ্ছেন এখন তারকারা। আপাত সাধারণ নামের বদলে বিশেষ অর্থের দিকে ঝুঁকছেন তারা। এই তালিকায় সম্প্রতি যোগ দিয়েছেন তারকা জুটি রাম চরণ (Ram Charan) এবং উপাসনা কামিনেনি (Upasana Kamineni)। সদ্যোজাত মেয়ের জন্য চমকে দেওয়ার মতো নাম ঠিক করলেন তাঁরা।

বিয়ের পর ১১ বছর পার করে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন উপাসনা। ‘আর আর আর’ খ্যাত রাম চরণের ঘরে এখন খুশির ঢেউ। রথযাত্রার দিনেই মা লক্ষ্মীর পা পড়েছে তাঁদের সংসারে। সদ্যোজাত কন্যাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফেরার মুহূর্ত থেকেই উন্মাদনা ঘিরে রয়েছে রাম চরণ দম্পতিকে।

ram charan baby

এখনো পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে না আনলেও সম্প্রতি সপরিবারে কিছু ছবি শেয়ার করেছেন তাঁরা। একটি ছবিতে মা উপাসনার কোলে দেখা গিয়েছে সদ্যোজাতকে। অপর ছবিতে কাপড়ের দোলনায় দুলতে দেখা গিয়েছে খুদেকে। এই পোস্টেই মেয়ের নাম প্রকাশ করেছেন রাম এবং উপাসনা।

মেয়ের নাম তাঁরা রেখেছেন ক্লিন কারা কোনিডেলা (Klin Kaara Konidela)। নাম শুনে অবাক লাগলেও নামের অর্থটি কিন্তু বেশ অন্য রকম। ভারতীয় সংষ্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রাম চরণের কন্যার নামের সঙ্গেও রয়েছে পুরাণের যোগ। সদ্যোজাতর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে একটি বিবৃতিতে খুদের দাদু ঠাকুমার তরফে জানানো হয়েছে নামের অর্থ।

সেখানে জানানো হয়েছে, ললিতা সহস্রনামম থেকে নেওয়া হয়েছে ক্লিন কারা নামটি যার অর্থ হল, পরিবর্তনশীল, স্বচ্ছ শক্তি যা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে। রাম চরণ এবং স্ত্রী উপাসনা দুজনেই ঈশ্বর ভক্ত এবং ভারতীয় সংষ্কৃতির প্রতি রক্ষণশীল। অস্কার অনুষ্ঠানের সময়েও হোটেলে ঈশ্বর স্থাপন করে পুজো করতে দেখা গিয়েছিল তাঁদের। মেয়েও তাঁদের পথেই পা বাড়াক বড় হয়ে, এটাই কামনা রাম চরণ এবং উপাসনার।

Niranjana Nag

সম্পর্কিত খবর