‘থালাইভা’ থেকে ‘থালাপতি’, সাউথ সুপারস্টারদের এই জনপ্রিয় উপাধিগুলোর অর্থ জানেন?

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণ ভারতে বিনোদন যে আলাদা গুরুত্ব রাখে সেটা সকলেই জানেন। দক্ষিণী ইন্ডাস্ট্রির (South Industry) অভিনেতা অভিনেত্রীদের দেবদেবী জ্ঞানে পুজো করা হয়। রাস্তার ধারে কিছুদূর অন্তর অন্তর দেখা যায় সুপারস্টার নায়কদের প্রমাণ সাইজের পোস্টার। তেমনি আবার প্রত্যেক অভিনেচা পরিচিত এক একটি বিশেষ নামে।

থালাইভা থেকে থালাপতি, দক্ষিণী অভিনেতাদের এমন সব উপাধিগুলো শুনেছেন তো সকলেই। কিন্তু তাদের অর্থ জানেন কতজন? সুপারস্টার রজনীকান্ত থেকে শুরু করে কমল হাসান, অজিত, বিজয় তালিকাটা বেশ লম্বা। কে কোন নামে পরিচিত আর সেইসব নামের অর্থই বা কী, জেনে নিন এই প্রতিবেদনে।

Rajinikanth

রজনীকান্ত– দক্ষিণের সবথেকে বড় সুপারস্টার হলেন রজনীকান্ত। ‘থালাইভা’ নামেই বেশি পরিচিত তিনি। জানেন এই উপাধির অর্থ কী? থালাইভা মানে হল ‘সুপারস্টার’। রজনীকান্তের ১৯৭৮ এর ছবি ‘ভৈরবী’রভৈরবী’র পর থেকেই এই উপাধিতে তাঁকে ডাকতে শুরু করে সকলে। আসলে ওই ছবিটির পর তিনি এতই জনপ্রিয়তা পেয়েছিলেন যে অনুরাগীরা তাঁকে থালাইভা উপাধি দেন।

কমল হাসান– দক্ষিণের আরেক বড় সুপারস্টার হলেন কমল হাসান। ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত ‘উলগা নায়গন’ এবং ‘অন্দাভর’ নামে। এই উপাধির অর্থ হল ‘বিশ্বের নায়ক’।

Kamal hassan

অজিত– এই কলিউড সুপারস্টার জনপ্রিয় ‘থালা’ নামে যা ‘ধীনা’ ছবির পর উপাধি পেয়েছিলেন তিনি। এর অর্থ হল ‘যে নেতৃত্ব দেয়’।

সুরিয়া– দক্ষিণী ছবির জনপ্রিয়তা বাড়তে হিন্দি বলয়েও সুরিয়ার অনুরাগী বেড়েছে দ্রুত হারে। বিশেষত তাঁর ‘জয় ভীম’ ছবিটি মুগ্ধ করেছে দর্শকদের। সুরিয়ারও এক উপাধি রয়েছে, ‘নদীপন নায়কন’ যার অর্থ হল ‘যে নিজের কাজে সেরা’।

 

বিজয়– থালাপতি বিজয়কে কে না চেনে? স্বয়ং শাহরুখ খান তাঁর ছবি এবং অভিনয়ের প্রশংসা করেছিলেন। প্রথমে ‘ইলায়া থালাপতি’ উপাধি পেলেও পরবর্তীকালে শুধুই ‘থালাপতি’ নামে জনপ্রিয় হন তিনি। এই উপাধির অর্থ হল কমান্ডর।

যশ– সাউথের ‘রকি ভাই’ এখন গোটা দেশেই জনপ্রিয়। কেজিএফ ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্যই ব্লকবাস্টার হিট হয়েছে। তবে জানেন কি যশের আরেক নাম ‘নঞ্জুদেশ্বরা’। এটা হল মহাদেবের আরেক নাম।

allu arjun pushpa

আল্লু অর্জুন– দক্ষিণী ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় নামগুলির মধ্যে একটি হল আল্লু অর্জুন। ‘পুষ্পা’র পর তো আরোই বেড়েছে তা। ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ তারকা হওয়ায় অনুরাগীরা তাঁকে ‘স্টাইল আইকন’ নামে ডাকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর