মোটা হয়েও কেন নিয়মিত সুযোগ পাচ্ছেন রোহিত! প্রশ্ন তুলতেই এই ক্রিকেটারকে কড়া শাস্তি BCCI-এর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে। কিন্তু যখন ভারতীয় দলে ডাক পাওয়ার কথা উঠছে তখন তার পরিবর্তে সুযোগ পাচ্ছে আইপিএলে ভালো খেলা ক্রিকেটাররা। এই হতভাগ্য ক্রিকেটারদের মধ্যে একজন হলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। যিনি ঘরোয়া ক্রিকেটে নিজের পুরোটা সম্পূর্ণ প্রতিভার প্রকাশ ঘটিয়েও ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না।

তিনি ক্যারিবিয়ান সফরের টেস্ট দলে সুযোগ না পাওয়ায় সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরাও, সরফরাজের হয়ে তিনি ভারতীয় দলের নির্বাচকদের দিকে আঙুল তুলেছিলেন। এমনকি সরফরাজের ওজন নিয়ে অভিযোগ ওঠায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিকরে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে দলের সঙ্গে যুক্ত রয়েছেন সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

তবে গতকাল সুযোগ না পেয়ে নিজের ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। তবে সেটাই শেষপর্যন্ত সরফরাজের জাতীয় দলে ডাক না পাওয়ার কারণ হতে পারে। সম্প্রতি এক বিসিসিআইয়ের শীর্ষকর্তা তার সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন সেই মন্তব্যগুলি এই সম্ভাবনাকে আরও বেশি দৃঢ় করে।

sarfaraz

সারফারাজ কেন সুযোগ পাচ্ছে না সেই নিয়ে প্রশ্ন করা হলে একজন বিসিসিআই কর্মকর্তা বলেছেন- “অন্যদের রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু এখানে সকলের জানা দরকার যে সরফরাজের ডাক না পাওয়াটা তার খেলার কারণে নয়। বেশ কিছু অন্য কারণ রয়েছে যার জন্য জাতীয় দলে তাকে আনা হচ্ছে না।”

তিনি আরও যোগ করে বলেন, “নির্বাচকরা একেবারেই বোকা নয় যে কোনও ক্রিকেটার এত ভালো খেলছে তাকে জাতীয় দলে ডাকবে না! তার নির্বাচিত না হওয়ার একটি অন্যতম কারণ হলো তার ফিটনেস। ওকে আরও রোগা হতে হবে, ওজন কমাতে হবে এবং তার সাথে সাথে মাঠের বাইরেও তাকে নিজের আচরণের প্রতি খেয়াল রাখতে হবে।” সরাসরি কিছু না বললেও সরফরাজের সেই পোস্টটি যে বিসিসিআইয়ের নির্বাচকদের পছন্দ হয়নি তা নিয়ে কোনও সন্দেহ নেই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর