বিশ্বের দরবারে উজ্জ্বল ভারতের মুখ! সেরা ১০-র  তালিকায় ৫টি ভারতীয় স্কুল! ৩টিই নাকি সরকারি

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের দরবারে উজ্জ্বল ভারতের মুখ। আন্তর্জাতিক স্তরে সেরা স্কুলের তালিকায় এবার জায়গা করে নিয়েছে ভারতের পাঁচটি স্কুল (5 Indian School)। বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম ১০-এ এবার জায়গা করে নিয়েছে, ভারতের মোট পাঁচটি স্কুল। ব্রিটেনের টি ৪ এডুকেশনের তরফে বিশেষ ক্ষেত্রে দক্ষতার জন্য পুরস্কার তুলে দেওয়া হবে এই পাঁচটি ভারতীয়  স্কুলের হাতে।

প্রসঙ্গত উল্লেখ্য এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাঁচটি স্কুলের মধ্যে তিনটিই কিন্তু সরকারি স্কুল (Government School)। আসুন দেখে নেওয়া যাক বিশ্বের এই সেরা স্কুলের তালিকায় ভারতের কোন পাঁচটি ফুল জায়গা করে নিয়েছে।

   

গভর্নমেন্ট সিএম রাইজ স্কুল (জাবুয়া, মধ্যপ্রদেশ):

মধ্যপ্রদেশের এই সরকারি স্কুলটি ‘স্বাস্থ্যকর জীবনযাপনে সাহায্য’ করার ক্যাটেগরিতে বিশ্বের সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা করে নিয়েছে। এই স্কুলে মূলত পড়ুয়াদের স্বাস্থ্যকর জীবনযাপনের উপর জোর দেওয়া হয়ে থাকে। তাছাড়া পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি, তফসিলি জনজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের দারিদ্র্যসীমা থেকে বের করে আনার লক্ষ্যমাত্রাও রয়েছে এই স্কুলের।

মুম্বই পাবলিক স্কুল এলকে ওয়াঘজি ইন্টারন্যাশনাল (মহারাষ্ট্র):

মুম্বাইয়ের এই স্কুলটিও কিন্তু একটি  সরকারি স্কুল। তবে এই স্কুলটি শুধুমাত্র কিন্ডারগার্টেন এবং প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য। শিক্ষর্থীদের ‘স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা’ করার ক্যাটেগরিতে এই  স্কুল বিশ্বের সেরা ১০ স্কুলের মধ্যে জায়গা করে নিয়েছে। পড়ুয়ারা যাতে জাঙ্কফুড ছেড়ে স্বাস্থ্যকর জীবনযাপন করে, সেটাই এই স্কুলের মূল লক্ষ্য।

আরও পড়ুন: কোথায় নিরাপত্তা! নিজের গড় বারাণসীতেই মোদীর সাথে ভয়ানক ‘দুর্ঘটনা’, তোলপাড় দেশ

জিএইচএসএস বিনোভা (আম্বেদকর নগর, রতলাম, মধ্যপ্রদেশ):

এছাড়াও আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের স্বাদ পাওয়া আরও একটি  সরকারি স্কুল হল মধ্যপ্রদেশের জিএইচএসএস বিনোভা স্কুল। ‘উদ্ভাবনী’ ক্যাটেগরিতে বিশ্বের সেরা ১০টি স্কুলের তালিকায় জায়গা করে নিয়ে বিশ্বের মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে এই স্কুল।একসময়  শহরের বস্তি এলাকার আদিবাসী মেয়েদের শিক্ষার আলোয় নিয়ে আসার জন্য সেই স্কুল তৈরি করা হয়েছিল।

রায়ান ইন্টারন্যাশনাল স্কুল (বসন্ত কুঞ্জ, নয়াদিল্লি):

‘পরিবেশগত’ অ্যাকশনের জন্য বিশ্বের সেরা ১০টি স্কুলের তালিকায় নাম রয়েছে রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের। যদিও এই স্কুলটি একটি বেসরকারি স্কুল। জলের ঘাটতি এবং দূষণের সমস্যর সমাধান করার জন্য হাইড্রোপনিক্স, বায়োগ্যাস প্ল্যান্টের মতো উদ্ভাবনী প্রকল্প নিয়েছে এই স্কুলটি। এই স্কুলে মূলত  কিন্ডারগার্ডেন থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করা হয়।

Worlds best

কালভি ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল (মাদুরাই, তামিলনাড়ু):

শিক্ষা এবং খেলোধুলোর মাধ্যমে পড়ুয়াদের জীবনে পরিবর্তন আনাই এই বেসরকারি স্কুলের লক্ষ্য। মূলত পিছিয়ে পড়া পড়ুয়াদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্যই শিক্ষা দেওয়া হয় এই স্কুলে। বিশ্বের সেরা ১০টি স্কুলের মধ্যে সামাজিক সমন্বয় ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছে এই স্কুলটি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর