বাংলা হান্ট ডেস্ক : সময়ের সাথে সাথে এখনকার দিনের বলিউড অভিনেত্রীদের সংজ্ঞা বদলে গিয়েছে অনেকটাই। ছকে বাঁধা জীবন থেকে বেরিয়ে সম্পূর্ণ অন্যধারার জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠেছেন বলি-ডিভারা। নাম-যশ-খ্যাতি তো বটেই একইসাথে পারিশ্রমিকের (Expensive Actress) দিক দিয়েও বলিউড আভিনেতাদের থেকে এখন কোনো অংশে পিছিয়ে নেই অভিনেত্রীরা (Expensive Actress)।
সর্বোচ্চ পারিশ্রমিক (Expensive Actress) প্রাপ্ত অভিনেত্রী
বিয়ে-সংসার-সন্তান সামলেও দর্শকদের জন্য বছর বছর একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিচ্ছেন আলিয়া-দীপিকারা। কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া থেকে নতুন মা দীপিকা পাড়ুকোন এরা প্রত্যেকে প্রত্যেকেই রয়েছেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত প্রথম সারির অভিনেত্রীদের তালিকায়। প্রকৃত অর্থেই দু হাতে দশভূজা এই বলি ডিভারা।
সদ্য এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মেয়েকে ঘিরেই এখন অভিনেত্রীর গোটা জগৎ। শোনা যাচ্ছে আপাতত বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটি কাটানোর জন্য অভিনয় থেকে দূরেই থাকবেন অভিনেত্রী। তবে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে তিনি আবার অভিনয়ে ফিরবেন বলেই জানা গেছে। এই মুহূর্তে দীপিকা হলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক (Expensive Actress) প্রাপ্ত অভিনেত্রী।
কল্কি ছবির জন্য ২০ কোটি টাকা নিয়েছিলেন দীপিকা। গত বছর ব্লকবাস্টার হিট ‘পাঠান’-এর জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে এবার মাতৃত্বকালীন ছুটি কাটানোর জন্য দীপিকার পারিশ্রমিকের অংক কমে যেতে পারে। প্রসঙ্গত দীপিকা ছাড়াও বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় রয়েছেন সুপার মম আলিয়া ভাট।
আরও পড়ুন : RG Kar কান্ডের প্রতিবাদ শুধু নয়! আইকনিক গানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কেও ট্রিবিউট শ্রেয়ার
সদ্য মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘জিগরা’। যদিও এই সিনেমা কার্যত মুখ থুবড়ে পড়েছে বলিউডে। এটা ছিল আলিয়া প্রযোজিত প্রথম সিনেমা।এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ১০ কোটি টাকা। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন আলিয়া। তবে আলিয়া কিংবা দীপিকা নন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একজন অভিনেত্রী রয়েছেন যিনি এই মুহূর্তে দুই যমজ সন্তানের মা।
আর তাঁর পারিশ্রমিকের অংকটাও আকাশছোঁয়া। বর্তমানে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী হলেন সাউথের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বলিউড বাদশা শাহরুখ খানের সাথে ‘জওয়ান’-সিনেমায় অভিনয় করে ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন নয়নতারা। এরপর ২০২৩ সালের শেষের দিকে মুক্তিপ্রাপ্ত ‘অন্নপূর্ণি: দ্য গডেস অফ ফুড’ ছবির জন্য পারিশ্রমিক বাড়িয়েছিলে ১১ কোটি টাকা নিয়েছিলেন অভিনেত্রী।