ধনতেরাসে কপাল খুলল আম্বানির! পেলেন ৫৭,৬৭,৭৯,৮১,৯৫৭ টাকা, লক্ষ্মীলাভ আদানিরও

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে দরপতনের মধ্যেই মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ছে। এর আগে গত মঙ্গলবারও এই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছিল। দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানির শেয়ার গতকাল ০.৩০ শতাংশ বৃদ্ধির সাথে বন্ধ হয়। এই কারণে, ওই কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদ বেড়েছে ৬৮৬ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৫৭,৬৭,৭৯,৮১,৯৫৭ টাকা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর মাধ্যমে তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) এক ধাপ এগিয়ে গেছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স লিস্ট অনুযায়ী, বর্তমানে মুকেশ আম্বানি ১০২ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় ১৬ নম্বরে রয়েছেন। এই বছর তাঁর মোট সম্পদ ৫.২৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

ধনকুবেরদের তালিকায় (Billionaires List) এগিয়ে গেলেন আম্বানি:

এদিকে, মঙ্গলবার আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদেও বৃদ্ধি ঘটেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত মঙ্গলবার আদানির সম্পদ ৮০.৬ কোটি ডলার বেড়েছে। বর্তমানে তিনি ৯২.৪ বিলিয়ন ডলারের সম্পদের সাথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) ১৮ নম্বরে রয়েছেন।

Know the new Billionaires List.

জানিয়ে রাখি যে, এই বছর গৌতম আদানির মোট সম্পদ ৮.১০ বিলিয়ন ডলার বেড়েছে। এশিয়ার শ্রেষ্ঠ ধনুকবেরদের তালিকায় (Billionaires List) মুকেশ আম্বানির পরেই তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। এদিকে, বিশ্বের শীর্ষ ২০ ধনী ব্যক্তির মধ্যে ৩ জনের সম্পদের পরিমাণ এই বছর কমেছে। তাঁদের মধ্যে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট, মেক্সিকোর কার্লোস স্লিম এবং ফ্রান্সের ফ্রাঁসোয়া বেটানকোর্ট মায়ার্স।

আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! ফের RCB-র অধিনায়ক হবেন বিরাট কোহলি, ২০২৫-এর IPL-এ উঠবে ঝড়

প্রথম স্থানে কে রয়েছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, টেসলার সিইও ইলন মাস্ক ২৭০ বিলিয়ন ডলারের মোট সম্পদের ওপর ভর করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) শীর্ষে রয়েছেন। যদিও, গত মঙ্গলবার, তাঁর মোট সম্পদ ২.১৪ বিলিয়ন ডলার কমেছে। তবুও, প্রথম স্থানে রয়েছেন মাস্ক। এদিকে, অ্যামাজনের জেফ বেজোস ২১৩ বিলিয়ন ডলারের মোট সম্পদের সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন: KKR-এর রিটেনশন লিস্টের প্রসঙ্গে সামনে এল বড় আপডেট! শ্রেয়সকে ঘিরে এখনও চলছে জল্পনা

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ফেসবুকের মূল কোম্পানি তথা মেটা প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকেরবার্গ (২১০ বিলিয়ন ডলার)। মঙ্গলবার, তাঁর মোট সম্পদ ৫.২১ বিলিয়ন ডলার বেড়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বছর তাঁর মোট সম্পদ সবচেয়ে বেশি (৮১.৭ বিলিয়ন ডলার) বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি ল্যারি এলিসন (১৮৬ বিলিয়ন ডলার) চতুর্থ স্থানে এবং বার্নার্ড আর্নল্ট (১৮২ বিলিয়ন ডলার) এই তালিকায় (Billionaires List) পঞ্চম স্থানে রয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর