পড় পড় দুদিন কমলো অপরিশোধিত তেলের দাম, জেনে নিন পেট্রোল-ডিজেলের নতুন দাম

বাংলা হান্ট ডেস্ক: এক মাস আগে থেকেই অপরিশোধিত তেলের (Crude Oil) দামে পতন পরিলক্ষিত হয়েছিল। তারপর থেকে ওই দামে ওঠানামা জারি থাকলেও এবার টানা দু’দিন যাবৎ অপরিশোধিত তেলের দামে ফের পতন দেখা গিয়েছে। যদিও, দেশীয় বাজারে পেট্রোল-ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। এদিকে, দামের পতন সত্বেও অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের উপরে রয়েছে বলেও জানা গিয়েছে।

পাঁচ মাসেরও বেশি সময় ধরে দর একই স্তরে ছিল: অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের মূল্য গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে একই স্তরে বজায় রয়েছে। এমতাবস্থায়, শনিবার সকালে, ডব্লিউটিআই ক্রুডের মূল্য কমে প্রতি ব্যারেলে ৮৭.৪৬ ডলারে দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে, ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ৯৫.২৯ ডলারে নেমে এসেছে। জানা গিয়েছে, OPEC অন্তর্ভুক্ত দেশগুলি উৎপাদন কমানোর কারণে বিগত দিনগুলোতে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

গত ২২ মে শেষ বারের মত পরিবর্তন করা হয়: জানিয়ে রাখি যে, গত আগস্ট-সেপ্টেম্বরে অপরিশোধিত তেলের দাম রেকর্ড মাত্রায় নেমে আসে। কিন্তু সেই সময়েও দেশীয় বাজারে পেট্রোল-ডিজেলের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। মূলত, পেট্রোল এবং ডিজেলের দামে শেষ পরিবর্তন হয়েছিল গত ২২ মে। এমতাবস্থায়, এই প্রথম পেট্রোল এবং ডিজেলের দাম পাঁচ মাসেরও বেশি সময় ধরে স্থিতিশীল পর্যায়ে রয়েছে।

এদিকে, সেই সময়েই জ্বালানির মূল্যে আবগারি শুল্ক কমিয়েছিল সরকার। এমতাবস্থায়, দেশজুড়ে পেট্রোল ও ডিজেল কিছুটা সস্তা হয়ে যায়। যদিও, তারপরে মহারাষ্ট্রে তেলের দামের উপর ভ্যাট কমানো হয়েছিল। যার কারণে দামের পতন পরিলক্ষিত হয়েছিল।

আজ দেশের বিভিন্ন শহরে জ্বালানির দাম:
১. দিল্লিতে প্রতি লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ৯৬.৭২ টাকায়। অপরদিকে, ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৯.৬২ টাকা।
২. মুম্বাইতে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ১১১.৩৫ টাকা। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৭.২৮ টাকা।
৩. চেন্নাইতে ১ লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯৪.২৪ টাকা।
৪. কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬.০৩ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯২.৭৬ টাকা।
৫. নয়ডায় প্রতি লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ৯৬.৫৭ টাকায়। অপরদিকে, ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৯.৯৬ টাকা।
৬. লখনউতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৬.৫৭ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৯.৭৬ টাকা।
৭. জয়পুরে ১ লিটার পেট্রোলের দাম ১০৮.৪৮ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯৩.৭২ টাকা।
৮. তিরুবনন্তপুরমে প্রতি লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৭.৭১ টাকায়। অপরদিকে, ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯৬.৫২ টাকা।
৯. পাটনায় পেট্রোলের দাম হল প্রতি লিটারে ১০৭.২৪ টাকা। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৪.০৪ টাকা।
১০. গুরুগ্রামে ১ লিটার পেট্রোলের দাম ৯৭.১৮ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯০.০৫ টাকা।
১১. বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০১.৯৪ টাকায়। অপরদিকে, ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৭.৮৯ টাকায়।
১২. ভুবনেশ্বরে ১ লিটার পেট্রোলের দাম ১০৩.১৯ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯৪.৭৬ টাকা।
১৩. চণ্ডীগড়ে ১ লিটার পেট্রোলের দাম ৯৬.২০ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৪.২৬ টাকা।
১৪. হায়দ্রাবাদে প্রতি লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৯.৬৬ টাকায়। অপরদিকে, ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯৭.৮২ টাকায়।
১৫. পোর্টব্লেয়ারে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ৮৪.১০ টাকা। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৭৯.৭৪ টাকা।

1604675371 5fa5672bdccee petrol

প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকারি তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) অপরিশোধিত তেলের মূল্যের পরিপ্রেক্ষিতে প্রতিদিন সকাল ৬ টায় তেলের দাম প্রকাশ করে। এমতাবস্থায়, পেট্রোল বা ডিজেলের দামে কোনো পরিবর্তন হলে তা কার্যকর করা হয় নতুন দামের মাধ্যমে। এদিকে, বিভিন্ন রাজ্যে ভ্যাটের হার আলাদা হওয়া, রাজ্যগুলিতে পেট্রোল এবং ডিজেলের দামে পার্থক্য দেখা যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর