জেনেনিন বুধবার সোনা, রূপো, পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমাগত বৃদ্ধির পর আজ কিন্তু বেশ কিছুটা কমেছে সোনার (Gold) দাম, অন্যদিকে সামান্য হলেও বেড়েছে রূপোর (Silver) দাম। গতকাল পয়লা বৈশাখের বাজারে সব দোকানই বন্ধ ছিল। হয়নি হালখাতা। সাধারণ মানুষের আনন্দের পাশাপাশি এবার পয়লা বৈশাখের ব্যবসা থেকে বাদ পড়ল ব্যবসায়ীরা। মারণ রোগ করোনা ভাইরাসের (COVID-19) প্রসার রোধের কারণে লকডাউন চলছিল ১৪ ই এপ্রিল পর্যন্ত। কিন্তু ১৪ ই এপ্রিল কেন্দ্র সরকার এই লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে অবধি করে দেয়। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে লকডাউনই একমাত্র ভরসা। তাই দেশে আবারও জারী করা হল লকডাউন অবস্থা।

gold 7

এই সময় বন্ধ রয়েছে সমস্ত বৈদেশিক বাণিজ্য। যার ফলে বন্ধ এখন সোনা রূপোর বাজার। শুধু মাত্র বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি সব দোকানই এখন বন্ধ। তবে এই লকডাউনের মধ্যেই পরপর বেশ কয়েকদিন বৃদ্ধি পেয়েছিল সোনা রূপোর দাম। তবে আজ সেই দাম বৃদ্ধির বদলে উল্টে হ্রাস পেয়েছে। সোনার দাম বেশ অনেকটাই কমেছে। কিন্তু অপরদিকে বেড়েছে রূপোর দাম।

গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৯৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৯৯ টাকা। আজ সোনার দাম কমে গিয়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৯৪০ টাকা এবং ১ গ্রামের দাম হয়েছে ৪১৯৪ টাকা।

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৪৭৭০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭৭ টাকা। আর আজ এই দাম কিছুটা হ্রাস পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৪৬৭০ টাকা এং ১ গ্রামের দাম ৪৪৬৭ টাকা।

silver payal 500x500 1

সোনার দাম কমলেও, রূপোর দাম কিন্তু কমেনি,উল্টে বেড়েছে। গতকাল ১ গ্রাম রূপোর দাম ছিল ৪১.৩০ টাকা। আজ তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ গ্রামের দাম ৪১.৯১ টাকা।

পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর