জেনেনিন আজকের সোনা, রূপো, পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম

বাংলাহান্ট ডেস্কঃ ফের বাড়ল সোনা (Gold) রূপোর (Silver) দাম। লকডাউনের মধ্যেও মধ্যবিত্তের মাথায় হাত। পর্যায়ক্রমে বেড়েই চলেছে দামের বৃদ্ধি। গতকাল রূপোর দাম কিছুটা কমেছিল। তবে আজ আবারও বৃদ্ধি পেয়েছে রূপোর দাম। লকডাউনের বাজারেও বেশ ভালোই দামের হেরফের লক্ষ্য করা যাচ্ছে সোনা রূপোতে। যার ফলে দুঃখের দিনের সুখের হাসি হাসছেন ব্যবসায়ীরা।

maxresdefault 96

করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে অবধি করে দিয়েছে কেন্দ্র সরকার। বৈদেশিক সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকার দরুণ দেশের অর্থনীতি ক্রমাগত নিম্নগামী। তা সত্ত্বেও সরকার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে জারী রেখেছে লকডাউন অবস্থা। এই সময়ে খোলা থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।

গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৯৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৯৯ টাকা। আজ এই দাম বৃদ্ধি পেয়ে হয়েছে, ১০ গ্রামের দাম ৪২১২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২১২ টাকা।

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৪৭৮০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭৮ টাকা। এই দামও আজ বৃদ্ধি পেয়েছে। বেড়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৪৯৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৯৯ টাকা।

71yluIsq69L. UL1500

সোনার দামের পাশাপাশি আজ রূপোর দামও বৃদ্ধি পেয়েছে। গতকাল ১ গ্রাম রূপোর দাম ছিল ৪১.৮৫ টাকা। আজ এই রূপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ১ গ্রামের দাম ৪১.৮৯ টাকা।

পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর