চোখদুটো টানা টানা, শাড়ি পরেই গুন্ডা ঠ‍্যাঙায়! ‘জগদ্ধাত্রী’র আসল পরিচয় জানলে চমকে যাবেন!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চেনা পরিচিত মুখের বদলে এখন ছোটপর্দায় (Serial) নতুন মুখের চাহিদা বেশি। নায়ক পুরনো হলেও চলবে, নায়িকা চাই ফ্রেশ ফেস। একেবারে আনকোড়া না হলেও অন্তত তুলনামূলক কম জনপ্রিয় অভিনেত্রীদের (Actress) চাহিদা আকাশছোঁয়া। উদাহরণ হিসাবে উঠে আসে ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডু, ‘আলতা ফড়িং’ খেয়ালি মণ্ডল বা ‘খেলনা বাড়ি’র আরাত্রিকা মাইতি। আবার অভিনয়ে নতুন পা রাখা তুবড়ি, পিলু, গৌরীরাও আছেন।

তালিকায় জুড়তে চলেছে আরো একটি নাম, জগদ্ধাত্রী (Jagaddhatri)। সদ‍্য জি বাংলায় প্রকাশ‍্যে এসেছে সিরিয়ালের প্রোমো। নায়ক নায়িকা দুজনেই বেশ অপরিচিত মুখ। তবুও নায়িকাকে যেন কিছুটা চেনা চেনা ঠেকছে! কে এই জগদ্ধাত্রী যে কিনা এক অঙ্গে দুই রূপ নিয়ে পা রাখতে চলেছে দর্শকদের অন্দরমহলে?


জগদ্ধাত্রীর আসল নাম অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। এটাই প্রথম সিরিয়াল তাঁর। এর আগে মডেলিং জগতে ছিলেন তিনি। বিজ্ঞাপনের পরিচিত মুখ অঙ্কিতা। বহু ব্র‍্যান্ডের মুখ থেকেছেন তিনি। তার মধ‍্যে রয়েছে তন্তুজর মতো নামী শাড়ি সংস্থার বিজ্ঞাপনও। ক‍্যামেরার সঙ্গে একেবারে অপরিচিত নন অঙ্কিতা।

প্রোমোতে অঙ্কিতার অভিনয় মনে ধরেছে দর্শকদের। এবার সিরিয়াল শুরু হলে তিনি কতটা মন জয় করতে পারেন সেটা দেখার অপেক্ষা। অঙ্কিতার বিপরীতে নায়কের ভূমিকায় রয়েছেন সৌম‍্যদীপ মুখোপাধ‍্যায়কে। তাঁকে অবশ‍্য এর আগে ত্রিশূল সিরিয়ালে দেখা গিয়েছে।


সিরিয়ালের প্রোমো দেখে বোঝা গিয়েছে জগদ্ধাত্রীর আসলে দুই রূপ। সবার সামনে শান্তশিষ্ট, ঘরোয়া কাজে নিপুণা জগদ্ধাত্রী। বনেদি বাড়ির দূর্গাপুজোয় একা হাতে সবদিক সামলায় সে। আবার কিছুটা ভীতুও জগদ্ধাত্রী। মাকে হারিয়েছে সে, তাই একটু ভয়ে ভয়েই থাকে। কিন্তু সবার সামনে পরে থাকা তার এই মুখোশটা যে কতটা নকল তা প্রমাণ হয়ে যায় পর মুহূর্তেই।


‘ভীতু’ জগদ্ধাত্রীকে দেখা যায় শাড়ির সঙ্গে পায়ে স্নিকার্স পরে অ্যাকশনে নামতে। তখন তার আরেক রূপ। স্পেশ‍্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার জগদ্ধাত্রী। গঙ্গার উপরে দমদার অ্যাকশনে দুষ্কৃতীদের শায়েস্তা করে আবার শান্ত মেয়েটি সেজে বাড়ির পুজোয় সামিল হয়।

X