তাঁর এক ডাকেই কলকাতার রাজপথে মেয়েদের রাত দখল! কে এই বাঙালি তরুণী রিমঝিম?

বাংলা হান্ট ডেস্ক : ‘মেয়েরা রাত দখল (Rat Dokhol) করো’! এই একটা স্লোগানই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে দাবানলের গতিতে। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে  খুনের ঘটনায় প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা (West Bengal)। আর এই ঘটনাকে কেন্দ্র করেই আরজিকরের (Rg Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের করা বিতর্কিত মন্তব্যই বাড়িয়ে তোলে জনরোষ।

রাত দখলের আহ্বায়ক রিমঝিম সিনহা (Rimjhim Sinha) কে ?

তরুণীর মৃত্যুর পর তিনি মন্তব্য করেছিলেন, ‘রাতে সেমিনার হলে শুতে যাওয়া নাকি ওই নিহত ছাত্রীর উচিত হয়নি ‘। আরজিকরের প্রাক্তন প্রিসন্সিপালের করা মন্তব্য দেখেই প্রথম রাত দখলের কথা মাথা এসেছিল রিমঝিম সিনহার (Rimjhim Sinha)। তারপরেই ১০ অগস্ট  ফেসবুকে পোস্টে মেয়েদের রাত দখলের আহ্বান জানিয়েছিলেন তিনি। তাঁর  সেই ডাকে সাড়া দিয়েই শুধু কলকাতার রাজপথে নয়, পথে নেমে ছিলেন দিল্লি- মুম্বাই কিংবা ব্যাঙ্গালুরুর  মতো সব মেট্রো শহরের মেয়েরাও।

   

কিন্তু  যাঁর এক ডাকে মাঝরাতে কলকাতার রাজপথে এমন প্রতিবাদের ঢল নামে সেই রিমঝিম (Rimjhim Sinha) আসলে কে? প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম (Rimjhim Sinha) আসলে  সমাজবিদ্যার ছাত্রী ছিলেন। আর এখন তিনি গবেষণা করছেন গৃহ শ্রমিক নিয়ে। বাড়িতে রয়েছেন অবসরপ্রাপ্ত বাবা এবং মা। কিন্তু তাঁর  ডাকে যে এতটা সারা মিলবে তা কি তিনি নিজেও ভেবেছিলেন?

আনন্দ আনন্দবাজার অনলাইন তরফে এ কথা জানতে চাওয়া হলে রিমঝিম বলেন, ‘ভাবতেই পারিনি! এখন তো এত ফোন আসছে যে, আমার ফোনটাই হ্যাং করে যাচ্ছে! যে কোনও ঘটনা ঘটলে কলকাতা তার একটা প্রতিবাদের বার্তা দেয়। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমি বন্ধুবান্ধব, পরিচিতদের সঙ্গে কথা বলে ওই পোস্টটা করেছিলাম। ভেবেছিলাম পরিচিতেরা আসবেন। প্রান্তিকলিঙ্গ যৌনতার কিছু মানুষ আসবেন। কিন্তু তা যে এই আকার নেবে, তা ধারণার মধ্যেও ছিল না।’

আরও পড়ুন :  ‘বাংলাদেশের মতো সরকার ফেলেবে? আমি ক্ষমতার মায়া করি না!’, পাল্টা হুঁশিয়ারি মমতার

মেয়েদের রাত দখল কর্মসূচি প্রসঙ্গে রিমঝিম বলেছেন, ‘যখন দেখলাম প্রিন্সিপালের বক্তব্য ছিল, কেন ওই মহিলা চিকিৎসক এত রাতে সেমিনার রুমে গিয়েছিলেন, তখনই ভাবলাম প্রতিবাদ করা উচিত। আমিও তো কত সময়ে পড়ে, কাজ সেরে অনেক রাতে বাড়ি ফিরি।’ তাই রিমঝিমের কথায়,’নারীদের স্বাধীনতা নারীদেরই বুঝে নিতে হবে।’

Rim

কিন্তু এই আন্দোলন নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন রাজ্যের শাসক-বিরোধী দল। শাসকদলের অনেকেই বলছেন মহিলাদের রাত দখলের কর্মসূচিতে ‘বাম-রাম’ যোগ রয়েছে। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে রিমঝিম নিজে রাম নাকি বাম? উত্তরে রিমঝিম বলেছেন, ‘অনেকে তো বলছে আমি বিজেপির নেতাদের ফোন করে ডাকছি। বিশ্বাস করুন, সংসদীয় গণতন্ত্রে রয়েছে, এমন কোনও রাজনৈতিক দলের উপর আমার আস্থা নেই। আমরা সিপিএমের শাসন জানি, আমরা তৃণমূলের জমানাও দেখছি। আমরা বিজেপি শাসিত রাজ্যগুলির কথাও জানি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর