ভেলোরে চিকিৎসার খরচ এত কম কেন? অবাক করবে আসল কারণ

বাংলা হান্ট ডেস্ক : কলকাতার (Kolkata) চিকিৎসা (Treatment) পরিষেবা কিংবা রোগী মৃত্যু নিয়ে অভিযোগ ওঠে হামেশাই। সেই সাথে রয়েছে বিপুল অংকের টাকার খরচ। তাই সাধ্যের মধ্যেই শরীর সুস্থ রাখতে বাংলা ছেড়ে অনেকেই ডাক্তার দেখাতে যান সুদূর ভেলোর (Vellore)। কিন্তু সত্যিই কি ভেলোরে (Vellore) কম খরচে ভালো চিকিৎসা পরিষেবা পাওয়া যায় যায়? গেলেও তার পিছনে রহস্যটা কি? কিভাবে ভেলোরে (Vellore) এত কম টাকায় ভালো মানের চিকিৎসা পরিষেবা পাওয়া যায়?

ভেলোরে (Vellore) চিকিৎসার খরচ এত কম কেন?

আসলে ভেলোরে যারা চিকিৎসা করিয়েছেন এমন অনেক রোগী এবং তাদের পরিবারের দাবি এখানকার চিকিৎসা পদ্ধতি দেশের অন্যান্য যে কোনো হাসপাতাল থেকে অনেক ভালো আর খরচ নাকি অনেক কম। কিন্তু এই দাবি নিয়ে মতপার্থক্য রয়েছে। আসলে ভেলোরে এত কম খরচে চিকিৎসা করানোর পিছনে রয়েছে একটাই কারণ। তা হলো চ্যারিটেবল ট্রাস্ট।

   

এখানকার বেশিরভাগ মেডিকেল কলেজ এবং হাসপাতাল গুলি পরিচালনা করে থাকে বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্ট। যার ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য কার্পোরেট হাসপাতালের  থেকে এখানকার চিকিৎসার খরচ অনেক কম হয়ে থাকে। কিন্তু তুলনামূলকভাবে কলকাতা সহ দেশের অন্যান্য যে কোন হাসপাতালে চিকিৎসার খরচ অনেক বেশি।

কারণ সে ক্ষেত্রে তাদের পারিপার্শ্বিক খরচ যেমন হাসপাতাল তৈরির জন্য জমি কেনা থেকে শুরু করে হাসপাতালের বিশাল বিল্ডিং তৈরির পাশাপাশি চিকিৎসার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সরঞ্জাম কেনা তাছাড়াও হাসপাতালে কর্মরত পেশাদার চিকিৎসক এবং নার্সদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোসহ তাদের মাসিক বেতন তো রয়েইছে।

আরও পড়ুন :  ৮৫ লক্ষ ফেরাল আরও এক ক্লাব! ‘মেয়ের বিচার’-এর দাবিতে পরপর প্রত্যাখ্যান পুজোর অনুদান

সব মিলিয়ে এই সমস্ত কর্পোরেট হাসপাতাল গুলিতে চলে বিরাট টাকার খেলা। আর সেই চাপ গিয়ে পড়ে হাসপাতালে চিকিৎসারত রোগীদের ওপর। কিন্তু ভেলোরের ক্ষেত্রে এমনটা হয় না। ভেলোরের বেশিরভাগ হাসপাতালের  খরচ চালায় বিভিন্ন সেবামূলক ট্রাস্ট। যার ফলে এদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থেকে শুরু করে হাসপাতালের বিল্ডিং তৈরি সহ অন্যান্য সমস্ত খরচই চলে ট্রাস্টের টাকায়।

Vellore

তাই রোগীদের ওপরেও বাড়তি বিলের বোঝা চাপে না। উদাহরণ  হিসাবে ভেলোরের জনপ্রিয় সিএমসি হাসপাতালের কথা বলা যেতে পারে।  এই হাসপাতাল পরিচালিত হয় কানাডিয়ান চ্যারিটেবল ট্রাস্টের সাহায্যে। যার ফলে এখানকার চিকিৎসা পদ্ধতি কলকাতা সহ দেশের অন্য যেকোনো শহরের কর্পোরেট হাসপাতালে তুলনায় একেবারে আলাদা।  আর এই কারণেই ভেলোরের হাসপাতালগুলির ওটি থেকে শুরু করে বেড ভাড়া সবকিছুর মধ্যেই রয়েছে আকাশ-পাতাল পার্থক্য।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর