মাসে মাসে DA-ই ৯০,০০০ টাকা! জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন কত?

বাংলা হান্ট ডেস্কঃ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা (Chief Minister) বেতন নিলেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন বা ভাতা কোনোটাই গ্রহণ করেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীদের বেতন এবং ভাতা নির্ধারণ করে থাকে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা। তবে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বেতন বা ভাতা বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে কোনো অর্থ নেন না। এ কথা তিনি নিয়েই প্রকাশ্যে বহুবার জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী নিজ মুখে একাধিকবার জানিয়েছেন, নিজের বইয়ের স্বত্ব বাবদ যে রয়্যালটির টাকা পান, সেটা দিয়েই তিনি জীবন নির্বাহ করেন। গত বছর সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের সকল মন্ত্রী এবং বিধায়কদের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু, তখনও মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হয়নি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তরফে বহু অনুরোধ করা হলেও তিনি বেতন বৃদ্ধিতে সম্মতি দেননি।

সেই সময় স্পিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বলেছিলেন, ‘প্রত্যেকের বেতন বাড়ানো হলেও মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হল না। আমরা সবাই জানি যে আপনি বেতন নেন না। সেটা আপনার মহানুভবতা। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে বেতনের সংশোধনের প্রয়োজন রয়েছে। সেই কারণে সরকারিভাবে আপনার বেতন বাড়ানো হোক।’ পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ভাতা বৃদ্ধিরও অনুরোধ জানান তিনি। তবে তাতে সায় দেননি মমতা।

জানিয়ে রাখি, ২০১৯ সালে শেষবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধি করা হয়েছিল। তারপর আর পরিবর্তন হয়নি। সেই অনুযায়ী, বর্তমানে মুখ্যমন্ত্রীর মূল ভাতা হল ২৭,০০১ টাকা। মহার্ঘ ভাতা বা ডিএ বাবদ ৯০,০০০ টাকা পাবেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ সবমিলিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ১,১৭,০০১ টাকা। যদিও তা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর তুলনায় অনেক কম।

givernment of west bengal

আরও পড়ুন: হুড়মুড়িয়ে তাপমাত্রার পতন! আগামী সাতদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আবহাওয়ার খবর

এখানে উল্লেখ করা যেতে পারে, একাধিক রিপোর্ট অনুযায়ী, দিল্লির মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ৩.৯ লাখ টাকা। তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী মাসিক বেতন ৪.১ লাখ টাকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ৩.৫ লাখ টাকা। সেই তুলনায় এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন অনেকাংশেই কম।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর