শুরু প্রেমের সপ্তাহ, রোজ ডে-তে জেনে নিন কোন রঙের গোলাপ কীসের প্রতীক

বাংলাহান্ট ডেস্ক: ৭ ফেব্রুয়ারি, রোজ ডে। আজ থেকে শুরু ভ্যালেন্টাইনস ডে বা প্রেমের সপ্তাহ। রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে, কিস ডে ও আরও অন্যান্য দিবস পেরিয়ে ১৪ ফেব্রুয়ারি সেই বহু প্রতীক্ষিত দিন, ভ্যালেন্টাইনস ডে। সেন্ট ভ্যালেন্টাইনের জন্মদিন ১৪ ফেব্রুয়ারি। কিন্তু এই দিনটা সারা বিশ্বে পরিচিত প্রেমের দিন হিসাবেই। বলা যায়, গোটা ফেব্রুয়ারি মাসটাই প্রেমের মাস। ১৪ তারিখই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শুরু হচ্ছে ফাল্গুন মাস।

ভ্যালেন্টাইনস ডের আগে এক সপ্তাহ জুড়ে চলে প্রেমের সপ্তাহ। সপ্তাহের সাতদিন নানা দিবস হিসাবে পালন করা হয়। পাশ্চাত্য রীতির প্রভাব পড়েছে গোটা বিশ্বেই। সেই মতেই ৭ তারিখ পালন করা হয় রোজ ডে হিসাবে। পছন্দের মানুষকে গোলাপ দিয়ে মনের ভাব ব্যক্ত করার এর থেকে সুবর্ণ সুযোগ আর পাবেন না।

গোলাপ দেওয়ার আগে জেনে নিন কোন রঙের গোলাপের কী তাৎপর্য।

লাল- এটা অনেকেই জানেন, লাল রঙ প্রেমের প্রতীক। তাই লাল গোলাপও প্রেমের প্রতীকই বহন করে।

photo 1487035242901 d419a42d17af

হলুদ- হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। এর মানে দৃঢ় সম্পর্কও বোঝায়।

গোলাপী- কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক এই গোলাপ।

85330723 isolate image of beautiful pink rose flower bouquet on white background valentine day love and weddi

কমলা- কামনা, বাসনা, উৎসাহ ও আবেগের প্রতীক কমলা গোলাপ। কাউকে উৎসাহ দেওয়ার জন্য কমলা গোলাপ দিতেই পারেন।

20171004084602 file 59d5488a4ad31

সাদা- পবিত্রতা, শান্তি ও বিশুদ্ধতার প্রতীক। কাউকে মিস করলে দিতে পারেন এই গোলাপ।

পিচ- সততা, আন্তরিকতা, প্রশংসাসূচক ও সহমর্মিতার প্রতীক এই গোলাপ। পাশাপাশি এই গোলাপ বেশ দুষ্প্রাপ্যও।

pretty peach rose ps photography

বেগুনি- আভিজাত্যের প্রতীক। রানিকে সম্মান জানাতে দেওয়া হয় এই গোলাপ।

কালো- মৃত্যু ও শোকের বার্তা বহন করে এই দুষ্প্রাপ্য গোলাপ।

নীল- রহস্য বোঝায় নীল গোলাপ

4a9d3c1512d51d7aa27bc76b9b8cebf2

সবুজ- সবুজ গোলাপ ভাগ্যের প্রতীক।

Niranjana Nag

সম্পর্কিত খবর