সামনেই সরস্বতী পুজো, তার আগে একনজরে দেখে নিন পুজোর নির্ঘন্ট

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই সরস্বতী পুজো (saraswati puja), ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’। করোনা আবহের মধ্যেও বাগদেবীর আরাধনায় সাজো সাজো রব চারিদিকে। স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অনেকের বাড়িতেও সরস্বতী পুজো করে থাকেন। বসন্ত পঞ্চমী মানেই সরস্বতী পুজোর আনন্দ।

পুজোর দিন সকালে উঠে নিম হলুদ মেখে স্নান সেরে শুরু হয় পুজোর জোগার করা। পলাশ ফুল, আমের মুকুল, কুল, দোয়াত, পেন, ধানের শিষ, বই খাতা সমস্ত কিছু একসঙ্গে করে মায়ের সামনে নিবেদন করা। তারপর, প্রাণভরে মাকে স্মরণ করে অঞ্জলি দিয়ে সারা বছরের পড়াশুনার দিকটা মাকে একটু দেখতে বলেই ব্যাস, ঘুরতে বেরিয়ে পড়া।

saraswati puja 2017 650x400 71485252181 1

বছরের এই একটা দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে বাঙালির মন। এই দিনটিতে মেয়েরা সাধারণত হলুদ, লাল, সবুজ নানারঙ্গের শাড়ি এবং ছেলেদের সাধারণত পাঞ্জাবি পড়তে দেখা যায়। এদিনে সকলের চোখের আড়ালে গিয়ে ভালোবাসার মানুষটার হাত ধরে ঘুরতে যাওয়ার জন্য সকলেরই মনটা আনচান আনচান করে।

people offer prayers to goddess saraswati on 638434

পুজোর সময়সূচী-
এবছর অর্থাৎ ২০২১ সালে ১৬ ই ফেব্রুয়ারী ভোর রাত ৩ টে বেজে ৩৬ মিনিট থেকে ১৭ ই ফেব্রুয়ারী ভোড় ৫ টা বেজে ৪৬ মিনিট পযন্ত থাকছে বসন্ত পঞ্চমী। তবে পুজোর শুভ সময় শুরু হচ্ছে ১৬ ই ফেব্রুয়ারী সকাল ৬ টা বেজে ৫৯ মিনিট থেকে বেলা ১২ টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত।

saraswati1

পুজোর মন্ত্র-
‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।’


Smita Hari

সম্পর্কিত খবর