অঙ্কিতার ফ্ল‍্যাটের ৪.৫ কোটি ইএমআই দিচ্ছিলেন সুশান্ত! রিয়ার দাবি কি আদৌ সত‍্যি? জানুন…

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রাক্তন অঙ্কিতা লোখান্ডের (ankita lokhande) ফ্ল‍্যাটের জন‍্য ৪.৫ কোটি টাকা ইএমআই (EMI) দিতে হচ্ছিল সুশান্ত সিং রাজপুতকে (sushant singh rajput)। ইডির তদন্তে এমনটাই দাবি করেন রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। কিন্তু তাঁর এই দাবি কি আদৌ সত‍্যি?
রিয়ার দাবি সুশান্ত যে ফ্ল‍্যাটের ইএমআই দিচ্ছিলেন ও অঙ্কিতা যে ফ্ল‍্যাটে থাকেন দুটো একই ফ্ল‍্যাট। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, মালাডে একই বিল্ডিংয়ে দুটো ফ্ল‍্যাট পাশাপাশি কিনেছিলেন সুশান্ত অঙ্কিতা। সংবাদ মাধ‍্যম সূত্রে দাবি করা হয়েছে এমনটাই।


ফ্ল‍্যাটদুটি হল ৪০৩ ও ৪০৪। সুশান্তের ফ্ল‍্যাট হল ৪০৩ এবং অঙ্কিতার ৪০৪। দুজনে একই সঙ্গে ৬.৭৫ লক্ষ টাকা দিয়ে ফ্ল‍্যাটদুটি কিনেছিলেন। দুটি ফ্ল‍্যাটই একই মাপের। কিন্তু পরে ফ্ল‍্যাট দুটির মাঝের দেওয়াল ভেঙে একটাই ফ্ল‍্যাটে পরিণত করা হয়। সংবাদ মাধ‍্যমের দাবি, নিজের ফ্ল‍্যাটের ইএমআই দিচ্ছিলেন সুশান্ত। তবে এখনও ইডি এই বিষয়ে কিছু বলেনি।

https://www.instagram.com/p/CD38AeZllP0/?igshid=12vl1uya4trgn

প্রসঙ্গত, ইডির জেরায় রিয়া জানান অঙ্কিতার ফ্ল‍্যাটের ইএমআই দিচ্ছিলেন সুশান্ত। মুম্বইয়ের মালাড এলাকার ওই ফ্ল‍্যাট নাকি একসময় অঙ্কিতা ও সুশান্ত মিলিত ভাবে পরিকল্পনা করে কিনেছিলেন। সেই সময় তাঁরা সম্পর্কে ছিলেন। কিন্তু সম্পর্ক ভাঙার পর অভিনেতা ওই ফ্ল‍্যাট ছেড়ে বেরিয়ে আসেন। এখন নাকি অঙ্কিতা এক রকম জবরদস্তি করেই দখল করে রেখেছেন ওই ফ্ল‍্যাট।
ইডিকে রিয়া জানান, সুশান্ত অঙ্কিতাকে ওই ফ্ল‍্যাট ছেড়ে দিতে বলেননি। কিন্তু ৪.৫ কোটি টাকা ইএমআই তিনিও এতদিন ধরে দিয়ে আসছিলেন। অভিনেতার ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থেকে জানা গিয়েছে, শেষ দিকের কিছু ইএমআই এখনও দেওয়া বাকি রয়েছে।

সম্পর্কিত খবর

X