আড়াই বছর পেরিয়ে গেলেও সামনে আসেনি দাম! জানুন Jio Glass সম্পর্কিত এই অবাক করা তথ্যগুলি

বাংলা হান্ট ডেস্ক: আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাঁরা Jio Glass-এর সম্পর্কে অবহিত নন। তবে, এই ডিভাইসটি কিন্তু কয়েক বছর আগেই প্রদর্শিত হয়েছিল। যদিও, সম্প্রতি ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) Jio Glass ব্যবহার করতে দেখার পরই এটি ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে আসতে শুরু করে। পাশাপাশি, সেই সময় থেকেই Jio Glass সবার দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু তাই নয়, এই ডিভাইসটির ব্যাপারে জানার জন্য তুমুল আগ্রহও পরিলক্ষিত হচ্ছে। মূলত, এটি একটি পরিধানযোগ্য ডিভাইস। যদিও, এটির দাম সম্পর্কে জানার জন্য বহুদিন ধরে অপেক্ষায় রয়েছেন সবাই।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই গ্লাসটি ২০২০ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছিল। যদিও, তারপরে প্রায় আড়াই বছর অতিবাহিত হয়ে গেলেও Jio Glass-এর দাম সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি। তবে এটির ফিচার্স এবং ব্যবহার সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। বর্তমান প্রতিবেদনে ওই বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপিত করা হল।

Jio Glass ঠিক কি: Jio Glass হল একটি স্মার্ট পরিধানযোগ্য ডিভাইস, যা ব্যবহারকারীদের অগমেন্ট রিয়েলিটি (AR) এবং ভার্চুয়াল এক্সপেরিয়েন্স (VR)-এর অনুভূতি প্রদান করে। এই ডিভাইসটিকে টেক জায়ান্ট গুগলের সাথে অংশীদারিত্বে তৈরি করা হয়েছে। এটি দেখতে গুগলের স্মার্ট চশমার মতো। Jio Glass-এর পুলের ঠিক উপরে একটি ক্যামেরা এবং এর স্টেমে একটি স্পিকার রয়েছে। এছাড়াও, Jio Glass-এ দুটি মাইক্রোফোন উপলব্ধ থাকে। সর্বোপরি, ডিভাইসটিতে একটি প্রসেসরও রয়েছে। তবে এটি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য যে, ভার্চুয়াল ক্লাসের জন্য Jio Glass তৈরি করা হয়েছে।

ভিডিও কনফারেন্সিংয়ের অভিজ্ঞতাকে উন্নত করে: এই গ্লাস 3D অবতার, হলোগ্রাফিক বিষয়বস্তু এবং সাধারণ ভিডিও কনফারেন্সিংয়ের অভিজ্ঞতাকে আরও ইন্টারেক্টিভ করে তোলে। ৭৫ গ্রাম ওজনের, Jio Glass ভার্চুয়াল জগতে অনুভূতি বাড়ানোর জন্য 3D অবতার ব্যবহার করে। এতে আপনি পার্সোনালাইজড অডিও এবং 3D হলোগ্রামের মত অপশনও পাবেন। এই ডিভাইসটি একটি স্মার্টফোনের সাথেও সংযুক্ত হতে পারে। যার মাধ্যমে আপনি একটি চমৎকার ভার্চুয়াল জগতের অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

jio glass 1594809190

Jio Glass কিভাবে কাজ করে: মূলত, Jio Glass ব্যবহারকারীদের চারপাশে একটি মিক্স রিয়েলিটি তৈরি করতে এর সমস্ত উপাদান ব্যবহার করে। পাশাপাশি, এটির মাইক্রোফোন এবং স্পিকার ব্যবহারকারীদের ভার্চুয়াল কলে অন্যান্য অংশগ্রহণকারীদের সাথেও কথাবার্তার সুযোগ করে দেয়। তখন গ্লাসগুলি তাদের 3D হলোগ্রাফিক চিত্র বা 2D অবতার প্রদর্শন করে। এই সব ঘটনা মূলত একটি ভার্চুয়াল স্পেসে ঘটে যা বাস্তব জীবনকেই “কপি” করে। ডিভাইসটি বর্তমানে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য ২৫ টি ভিন্ন অ্যাপকে সাপোর্ট করে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর