পকেটে প্ল্যাটফর্ম টিকিট থাকলেও হতে পারে জরিমানা! স্টেশনে যাওয়ার আগেই জেনে নিন রেলের এই নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হল রেলপথ (Indian Railways)। দেশজুড়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এদিকে, ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয়। পাশাপাশি প্রয়োজন পড়ে নির্ধারিত টিকিটেরও। আর সেই টিকিটের উপর ভর করেই সম্পন্ন হয় সফর।

এমনকি, স্টেশনের প্ল্যাটফর্মে যাওয়ার ক্ষেত্রেও টিকিট কাটতে হয়। যেটিকে বলা হয় প্ল্যাটফর্ম টিকিট। মূলত, বন্ধুবান্ধব বা আত্মীয়দেরকে ট্রেন পর্যন্ত এগিয়ে দিতে কিংবা কোনো কারণবশত প্ল্যাটফর্মে যেতে হলে অবশ্যই প্রয়োজন হয় এই প্ল্যাটফর্ম টিকিটের। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বৈধ প্ল্যাটফর্ম টিকিট না থাকলে সেক্ষেত্রে আবার হতে হয় জরিমানার সম্মুখীন। এছাড়াও, এই টিকিটের ক্ষেত্রে আরও কিছু নিয়ম রয়েছে। যেগুলি অনেকেরই অজানা।

প্রথমেই জানিয়ে রাখি যে, আপনি একবার প্ল্যাটফর্ম টিকিট কিনে সেটা দিয়ে কিন্তু প্ল্যাটফর্মে সারাটা দিন কাটাতে পারবেন না। অর্থাৎ, এই টিকিটের বৈধতার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, ওই সময়সীমার পর আর বৈধ থাকে না প্ল্যাটফর্ম টিকিটটি। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

প্রসঙ্গত উল্লেখ্য যে, আপনাকে যদি প্ল্যাটফর্মে যেতে হয় সেক্ষেত্রে আপনি যে প্ল্যাটফর্ম টিকিটটি কাটবেন সেটি কেবলমাত্র ২ ঘন্টার জন্য বৈধ থাকবে। অর্থাৎ, নিয়ম অনুযায়ী, আপনি যদি ২ ঘন্টা আগে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে থাকেন সেক্ষত্রে ওই সময় অতিক্রম হওয়ার পরও আপনি যদি ওই টিকিটের পরিপ্রেক্ষিতে প্ল্যাটফর্মে থাকেন সেক্ষেত্রে আপনাকে রেলের নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে।

এমতাবস্থায়, রেলের ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, যদি কোনো ব্যক্তি ১০ টাকার বিনিময়ে একটি প্ল্যাটফর্ম টিকিট কেনেন, সেক্ষেত্রে তিনি সারাদিন প্ল্যাটফর্মে থাকতে পারবেন না। বরং সেটি শুধুমাত্র দু’ঘন্টার জন্য ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, প্ল্যাটফর্ম টিকিট ছাড়া কোনো যাত্রী ধরা পড়লে রেলের চেকিং কর্মীদের দ্বারা ২৫০ টাকা জরিমানা করা হয়।

Know this railway rule before going to the station

এছাড়াও, ট্রাভেল টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট ছাড়াই যদি কোনো ব্যক্তি ধরা পড়েন, তাহলে যে প্ল্যাটফর্মে ওই যাত্রী দাঁড়িয়ে রয়েছেন, সেই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়া আগের ট্রেনের বা সেই প্ল্যাটফর্মে আসা ট্রেনের দ্বিগুণ ভাড়া জরিমানা হিসেবে নেওয়ার নিয়ম রয়েছে। পাশাপাশি রেলের আরও একটি নিয়ম রয়েছে যে, রেল প্ল্যাটফর্মে থাকা ব্যক্তির সামর্থ্য অনুযায়ী প্ল্যাটফর্ম টিকিট দেয়। এর চেয়ে বেশি টিকিট দেওয়ার বিধান নেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর