পেট্রল 85, ডিজেল 80! জানুন কলকাতায় কত দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার অপরিশোধিত তেলের (Crude Oil) দাম ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে। মঙ্গলবার অর্থাৎ ১৩ ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই WTI ক্রুড অয়েলের মূল্য ব্যারেল প্রতি ৭৩.৫৮ ডলারে পৌঁছে গিয়েছে। অপরদিকে, ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে আপাতত ব্যারেল প্রতি ৭৭.৯৯ ডলার ছুঁয়েছে।

যদিও, বর্তমানে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। শুধু তাই নয়, বিগত ২০৬ দিন যাবৎ এই দামে কোনো হেরফের ঘটেনি। এমতাবস্থায়, দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৭২ টাকায়। পাশাপাশি, সেখানে প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৯.৬২ টাকা। এদিকে, মুম্বাইতে আজ ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেল পাওয়া যাচ্ছে ৯৪.২৭ টাকায়। এদিকে, কলকাতায় পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ১০৬.০৩ টাকায়। পাশাপাশি, ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকায়। এছাড়াও, চেন্নাইতে ১ লিটার পেট্রোলের দাম হল ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম হল ৯৪.২৪ টাকা।

পরিসংখ্যান অনুযায়ী, আজ দেশে সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যাচ্ছে পোর্টব্লেয়ারে। সেখানে ১ লিটার পেট্রোলের দাম হল ৮৪.১০ টাকা এবং ডিজেলের দাম হল ৭৯.৭৪ টাকা। পাশাপাশি, আজকে পেট্রোল-ডিজেলের সবচেয়ে বেশি দাম রয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে ১ লিটার পেট্রোলের দাম হল ১১৩.৪৯ টাকা এবং ডিজেলের দাম হল ৯৮.২৪ টাকা।

একনজরে দেখে নিন দেশের প্রধান প্রধান শহরগুলিতে পেট্রোল-ডিজেলের বর্তমান মূল্য:
১. রাঁচিতে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ৯৯.৮৪ টাকায়। পাশাপাশি, ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ৯৪.৬৫ টাকায়।
২. পাটনায় আজ ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৭.২৪ টাকায় এবং ডিজেল পাওয়া যাচ্ছে ৯৪.০৪ টাকায়।
৩. জয়পুরে আজ প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৮.৪৮ টাকায়। পাশাপাশি, সেখানে প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৩.৭২ টাকা।
৪. আগরতলায় আজ ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৯.৪৯ টাকায় এবং ডিজেল পাওয়া যাচ্ছে ৮৮.৪৪ টাকায়।
৫. আগ্রায় আজ ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৩৫ টাকায় এবং ডিজেল পাওয়া যাচ্ছে ৮৯.৫২ টাকায়।
৬. লখনউতে আজ প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৫৭ টাকায়। পাশাপাশি, সেখানে প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৯.৭৬ টাকা।
৭. দেরাদুনে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ৯৫.৩৫ টাকায়। পাশাপাশি, ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ৯০.৩৪ টাকায়।
৮. আহেমদাবাদে আজ প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৪২ টাকায়। পাশাপাশি, সেখানে প্রতি লিটার ডিজেলের দাম হল ৯২.১৭ টাকা।
৯. চন্ডীগড়ে আজ ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.০২ টাকায় এবং ডিজেল পাওয়া যাচ্ছে ৮৪.২৬ টাকায়।
১০. ভোপালে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ১০৮.৬৫ টাকায়। পাশাপাশি, ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ৯৩.৯ টাকায়।

Petrol

এইভাবে আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম চেক করুন: আপনি যদি আপনার শহরে পেট্রোল-ডিজেলের দাম সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আপনি SMS-এর মাধ্যমেই তা জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা ৯২২৪৯৯২২৪৯ এই নম্বরে RSP <ডিলার কোড> লিখে SMS পাঠাতে পারেন। পাশাপাশি, HPCL গ্রাহকেরা ৯২২২২০১১২২ নম্বরে HPPRICE <ডিলার কোড> লিখে SMS করুন। এছাড়াও, BPCL গ্রাহকেরা RSP <ডিলার কোড> লিখে ৯২২৩১১২২২২ নম্বরে SMS করতে পারেন। এর মাধ্যমেই সংশ্লিষ্ট শহরের পেট্রোল-ডিজেলের দাম সম্পর্কে তথ্য দেবে কোম্পানি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর